ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এফবিসিসিআইয়ের নির্বাচন ২৩ মে

প্রকাশিত: ০৪:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

এফবিসিসিআইয়ের নির্বাচন ২৩ মে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচন আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এফবিসিসিআইয়ের বোর্ড সভায় ২০১৫-২০১৭ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। নির্বাচন বোর্ডের সদস্য শামসুল আলম ও কে এম এন মঞ্জুরুল হক সভায় উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংগঠনের সদস্যদের চাঁদা পরিশোধের শেষ তারিখ আগামী ২৪ মার্চ, সদস্য সংস্থার (চেম্বার/এ্যাসোসিয়েশন) প্রতিনিধি বা ভোটার মনোনয়নের সর্বশেষ তারিখ ২৫ মার্চ, ৩০ মার্চের মধ্যে প্রাথমিক ভোটার তালিকা, ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা, ১৯ এপ্রিলের মধ্যে পরিচালক পদে প্রার্থিতা দাখিল এবং ২৩ মে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর দুই দিন পর ২৫ মে অনুষ্ঠিত হবে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। দুই বছরে ডিআরআইসিএমের আয় দেড় কোটির বেশি অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই বছরে বাংলাদেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) এ কেমিক্যাল মেট্রোলজি তথ্য রাসায়নিক পরিমাপ বিজ্ঞান সংক্রান্ত ইনস্টিটিউট (ডিআরআইসিএম) আয় করেছে ১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ১৪৩ টাকা। যেখানে আমেরিকার একটি ওষুধ উৎপাদনকারী (ওকুকেয়ার) প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে আয় করেছে ২২ লাখ টাকা। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রকল্প পরিচালক ড. মালা খান এ বিষয়ে বলেন, আমাদের দেশে গবেষণা করার খুব কম জায়গা রয়েছে। যেটা আমরা এখন এখানে করতে পারছি। আর ওষুধ শিল্পের অপরিহার্য বায়োইক্যুইব্যালেন্স সেবা আগে আমাদের বিদেশ থেকে করে আনতে হতো যা এখন আমরা করতে পারছি। এটা শুধু আমাদের শিল্পগুলোই নয় বিদেশীরাও সেবা নিতে শুরু করেছে। এ ব্যাপারে বিসিএসআইআর চেয়ারম্যান ড. একেএম আসাদুজ্জামান বলেন, বাংলাদেশী ওষুধ শিল্প প্রসারে ডিআরআইসিএম ব্যাপক চাহিদা রয়েছে। সরকার এটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
×