ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৭ মিউচ্যুয়াল ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে

প্রকাশিত: ০৪:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

২৭ মিউচ্যুয়াল ফান্ডের দর অভিহিত মূল্যের নিচে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪০টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর এখন অভিহিত মূল্যের নিচে অবস্থান করছে। এ ছাড়া আরও কয়েকটির দর অভিহিত মূল্যের কাছাকাছি অবস্থান করছে। আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট সবচেয়ে কম ৪.৩ টাকায় অবস্থান করছে। আর সবচেয়ে বেশি ১১২৫.৬ টাকায় অবস্থান করছে ফার্স্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অভিহিত মূল্যের নিচে থাকা কোম্পানিগুলো হলো : জনতা ব্যাংক ফার্স্ট ৫ টাকায়, এবি ব্যাংক ফার্স্ট ৬.১ টাকায়, এআইবিএল ফার্স্ট ৪.৭ টাকায়, ডিবিএইচ ফার্স্ট ৪.৬ টাকায়, ইবিএল ফার্স্ট ৫.১ টাকায়, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৪.৬ টাকায়, এক্সিম ব্যাংক ফার্স্ট ৬.৫ টাকায়, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড ৬.৩ টাকায়, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৪.৬ টাকায়, আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৭.৭ টাকায়, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি ৪.৩ টাকায়, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড ৪.৭ টাকায়, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৪.৫ টাকায়, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট ৬.৫ টাকায়, আইএফআইসি ব্যাংক ফার্স্ট ৪.৮ টাকায়, আইএফআইএল ফার্স্ট ৬.২ টাকায়, এলআর গ্লোবাল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৪ টাকায়, এমবিএল ফার্স্ট ৪.৪ টাকায়, এনসিসি ব্যাংক ফার্স্ট ৪.৮ টাকায়, এনএলআই ফার্স্ট ৮.৩ টাকায়, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.৪ টাকায়, পিএইচপি ফার্স্ট ৪.৫ টাকায়, পপুলার লাইফ ফার্স্ট ৪.৮ টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.৫ টাকায়, রিলায়েন্স ওয়ান ৭.২ টাকায়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট ৮ টাকায় ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ টাকায়।
×