ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘হরিযূপীয়া’

প্রকাশিত: ০৭:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘হরিযূপীয়া’

সংস্কৃতি ডেস্ক ॥ আগামী ২৭ মার্চ মুক্তি পাচ্ছে গোলাম মোস্তফা শিমুলের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র ‘হরিযূপীয়া’। ‘হরিযূপীয়া’ চলচ্চিত্রটির প্রযোজক ফরিদুর রেজা সাগর। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- খায়রুল আলম সবুজ, মাহমুদুল ইসলাম মিঠু, কাজী রাজু, রিয়াজ মাহমুদ জুয়েল, সাব্বির আহমেদ, বিথী রানী সরকার, পাভেল ইসলাম, জুনায়েদ হালিম, শফিউল আলম বাবু, নাফিজা ইসলাম নাফা প্রমুখ। চলতি বছরের ২৭ জানুয়ারি চলচ্চিত্রটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানী ও তাদের এদেশীয় দোসররা যে গণহত্যা চালিয়েছিল সেটাকে ঘিরেই হরিযূপীয়ার মূল গল্প আবর্তিত হয়েছে। ‘হরিযূপীয়া’ শব্দটি কত প্রাচীন তা নিশ্চিত করে বলাটা কঠিন। তবে শত শত বছর আগে হরপ্পায় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে কারণে হরপ্পার আরও একটি পরিচয় ছিল হরিযূপীয়া নামে।
×