ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেদেরারের হাতে ভারতের জার্সি, পাকি দর্শকের গোস্বা!

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ফেদেরারের হাতে ভারতের জার্সি, পাকি দর্শকের গোস্বা!

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দুঃখ প্রকাশ করলেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচের আগে ভারতের নীল জার্সি পরে একটি ছবি পোস্ট করেছিলেন সুইজারল্যান্ডের টেনিস তারকা। এতে ভারতীয় সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ভক্ত-অনুরাগীরা। কেননা টেনিস তারকা হিসেবে রজার ফেদেরারকে মনেপ্রাণে ধারণ করেন অনেক পাকিস্তানী ভক্তও। আর প্রিয় খেলোয়াড় ভারতের জার্সিসংবলিত ছবি প্রকাশ করায় তাঁদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। আর সেই খবর পৌঁছে যায় রজার ফেদেরারের কানেও। আর তা উপলব্ধি করেই দুঃখ প্রকাশ করেছেন পুরুষ এককে ১৭টি গ্র্যান্ডসøাম জয়ী রজার ফেদেরার। দুবাই ওপেনের প্রাক্কালে এ বিষয়ে রজার ফেদেরার আসল ঘটনাটা খুলে বললেন। সোমবার তিনি জানান, ‘সত্যি বলতে এটা ছিল নাইকের কাজ। এটা নাইকের অভিযান। আমি যখন ভারতে ছিলাম তখন দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে সময় কাটিয়েছিলাম। আর তখনই তাঁরা আমাকে একটি টি-শার্ট উপহার দেয়। এটা আসলে কাউকেই হতাশ করার জন্য নয়। আর কেউ যদি তা মনে করেন তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্নমাত্রা, অতিরিক্ত বিনোদন। যার সীমানা শুধু মাঠের খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। বরং তার ঝাঁজ ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী ভক্ত-অনুরাগীদের মধ্যেও। একাদশতম বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তান। এ্যাডিলেডের সেই ম্যাচের আগে ১৭টি গ্র্যান্ডসøামের মালিক সুইস কিংবদন্তি নিজের ফেসবুক পেজে ভারতীয় দলের একটি জার্সিসহ নিজের ছবি পোস্ট করেন। আর সেখানে ৩৩ বছর বয়সী ফেদেরার লিখেছিলেনÑ ‘আজ ভদ্রলোকের খেলার পোশাক ভারতীয় দলের জার্সি পরব।’ রজার ফেদেরারের মা লিনেটের জন্ম দক্ষিণ আফ্রিকায়। যে কারণে ক্রিকেটের প্রতি তাঁর আগ্রহ থাকাটা বিস্ময়কর কিছু নয়। তবে এটাও হয়ত অনেকেই জানেন যে, আসলে ভারত নয় ফেদেরার দক্ষিণ আফ্রিকারই ভক্ত। এ বিষয়টি সোমবার আবারও জানিয়ে দিলেন তিনি। এ বিষয়ে রজার ফেদেরার বলেন, ‘আমি দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করি, এটা হয়ত অনেকেই জানেন।’ তবে ভারতের প্রতিও ফেদেরারের দুর্বল থাকাটা অস্বাভাবিক নয়। কেননা ভারতের ‘লিটল মাস্টার’ শচীন টে-ুলকর প্রতিবছরই উইম্বলডনে সুইস তারকার খেলা দেখতে যান। সেখানে দুই জগতের দুই তারকার দেখা-সাক্ষাতও হয়। যে কারণে টে-ুলকর ও ফেদেরারের মধ্যে বেড়েছে সম্পর্কের ঘনিষ্ঠতা। গত মাসে রজার ফেদেরারের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রতিভাবান ক্রিকেটার বিরাট কোহলি। শুধু তাই নয় সাক্ষাত করে রজার ফেদেরারকে ‘অবিসংবাদিত কিংবদন্তি’ হিসেবে করে নিজের টুইটারে একটি ছবিও পোস্ট করেন কোহলি।
×