ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

প্রকাশিত: ০৪:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

হাবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রকল্প পরিচালক ও রিজেন্ট বোর্ডের সদস্য প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ নজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মুহা. আনিসুর রহমান বলেন, উত্তর জনপদে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দেশে জ্ঞান বিজ্ঞান প্রসারে কাজ করে যাচ্ছে। এজন্য এ বিশ্বদ্যিালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই প্রশংসার দাবিদার। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং বিশ্ববিদ্যালয়কে সেরা বিদ্যাপীঠে পরিণত করতে আজকের নবীন শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।
×