ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে অপহৃত কনস্টেবল উদ্ধার ॥ আটক দুই

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ঈশ্বরদীতে অপহৃত  কনস্টেবল উদ্ধার ॥ আটক দুই

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ব্যারাক থেকে শনিবার রাতে সৈয়দপুর রেলওয়ে থানার কন্সটেবল সাইদুল হক ( কং নং-৮৭) ডিউটিরত অবস্থায় অপহরণের পর ঈশ্বরদী থানা পুলিশ শহরের মহিলা কলেজের সামনে থেকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত দু’অপহরণকারীকেও গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদীর বিভিন্ন মহলে শঙ্কিত হয়ে পড়েছে। ঈশ্বরদী থানা ও রেলওয়ে থানা সূত্রে এ সব তথ্য জানা গেছে। সূত্র মতে, সৈয়দপুর রেলওয়ে থানার কন্সটেবল সাইদুল হক সৈয়দপুর খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের টিজি পার্টির সদস্য হিসেবে ডিউটিতে যোগ দেন। ট্রেনটি দুপুরে ঈশ্বরদীতে আসার পর সাইদুল হক ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ব্যারাকে পোশাক খুলে বিশ্রামে থাকেন। এ সময় রাত পৌনে নয়টায় স্থানীয় একদল অপহরণকারী ৪টি মোটরসাইকেলযোগে পুলিশ ব্যারাকের সামনে গিয়ে সাইদুল হককে ডেকে অস্ত্রের মুখে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনা জানাজানির পর ঈশ্বরদী থানা ও রেলওয়ে থানা পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। পরে তারা শহরের মহিলা কলেজের সামনে থেকে অপহৃত কন্সটেবল সাইদুল হককে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে। আটকৃতরা হলো শাকিল ও আরিফ। এ ঘটনায় দশ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি মামলা রের্কড করা হয়েছে।
×