ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফ্লাইওভার জরুরী

পার্বতীপুরে রেলওয়ে লেভেল ক্রসিং পারাপারে ঝুঁকি

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

পার্বতীপুরে রেলওয়ে লেভেল ক্রসিং  পারাপারে ঝুঁকি

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২২ ফেব্রুয়ারি ॥ পার্বতীপুর শহরের পূর্বে নতুনবাজার ও পশ্চিমে পুরাতনবাজার দুই অংশের সংযোগের জন্য স্টেশনসংলগ্ন স্থানে রেল লেভেল ক্রসিংটি নির্মিত হলেও বেশিরভাগ সময় এটি বন্ধ থাকে। তাই জনগণের চাহিদায় ক্রসিংয়ের ধার দিয়ে পৌরসভার অর্থে বিকল্প রাস্তা নির্মিত হয়েছে। এতে ক্রসিং বন্ধ থাকলেও যানবাহন ও লোক পারাপার হচ্ছে। এ কারণে এটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। এ পরিস্থিতিতে পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, ইয়ং স্টার ক্লাবের সভাপতি মোঃ আমজাদ হোসেনসহ শহরের বিশিষ্টজন এখানে ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়েছেন। স্থানীয় উর্ধতন উপসহকারী প্রকৌশলী দফতরের সূত্রমতে, চার লাইনের এই জংশন স্টেশন থেকে মাত্র ২শ’ গজ উত্তরে ক্রসিংটি অবস্থিত। পাশেই লোকোসেড, ডিজেল সেড। ইয়ার্ডে পাইলট ইঞ্জিন ২৪ ঘণ্টাই সান্টিং করে। এ কারণে দুর্ঘটনার ব্যাপারে কর্তৃপক্ষ সতর্ক থাকে। বাধ্য হয়েই ক্রসিংটি বন্ধ রাখতে হয়।
×