ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১১১ ছিটমহলে ভাষা শহীদ স্মরণে দিনভর অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:১২, ২২ ফেব্রুয়ারি ২০১৫

১১১ ছিটমহলে ভাষা শহীদ স্মরণে দিনভর অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতের ছিটমহলগুলোতে যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল অধিবাসীরা। একযোগে উত্তোলন করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। নারী-পুরুষ ও শিশুরা গাইছে জাতীয় সঙ্গীত। এ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে দাসিয়ারছড়া ছিটমহলে ব্যাপক কর্মসূচী পালিত হয়। ছিটমহলের নাগরিকরা দাসিয়ারছড়া কালীরহাট বাজারে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করেন।
×