ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পয়েন্ট পেয়ে খুশি মাশরাফি

প্রকাশিত: ০৫:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পয়েন্ট পেয়ে খুশি মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এক পয়েন্ট নয়, আমাদের ভাবনায় পুরো ম্যাচ খেলা।’-অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচই খেলতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তা হলো না। তবে যা হয়েছে, তাতে খুশি না হয়ে কি আর উপায় আছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে প- হওয়ায় লাভ হয়েছে বাংলাদেশেরই। ১ পয়েন্ট যে মিলেছে। আর তাতে খুশিই হয়েছেন মাশরাফি। বলেছেন, ‘পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। তাই খুশি হওয়া উচিত।’ তবে মাশরাফি যেন এখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারার আক্ষেপই করছেন। ম্যাচটি খেললে যে অস্ট্রেলিয়ার মাটিতে অসি পেস আক্রমণের বিপক্ষে খেলা যেত। ব্যাটসম্যানদের অভিজ্ঞতা হতো। যা ভবিষ্যতে কাজে লাগত। তাইত মাশরাফি বলেছেন, ‘পয়েন্ট পাওয়ায় ভাল অনুভূতি হচ্ছে। খেলা হলে কী হতো, তা জানা নেই। তবে আমরা ম্যাচ না হওয়ায় অনেক কিছুই হারিয়েছি। ভাল ক্রিকেট খেলতে চেয়েছিলাম। যা আমাদের অভিজ্ঞতা হতো। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে খেলাটা অনেক উপকারে আসত। পরের ম্যাচগুলোর জন্য আত্মবিশ্বাসও বাড়ত। খেলতে না পারার জন্য সত্যিই হতাশ হয়েছি।’ যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাই হয়নি, তাই এ নিয়ে ভেবে আর লাভও নেই। মাশরাফি তাই ম্যাচটি নিয়ে ভাবনা বাদই দিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচটি রয়েছে। সেই ম্যাচ নিয়েই ভাবনা শুরু করে দিয়েছেন, ‘আমরা এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নিয়েই ভাবছি।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে এক পয়েন্ট পেয়ে যাওয়ায় বাংলাদেশের পয়েন্ট তালিকায় এখন ৩ পয়েন্ট যোগ হয়ে গেল। প্রথম ম্যাচেই আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে হার হলো না। অনেক বড় পাওনাই হলো। এখন পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট) ও অস্ট্রেলিয়ার (২ ম্যাচে ৩ পয়েন্ট) পরই বাংলাদেশের অবস্থান রয়েছে। এক পয়েন্ট পাওয়াতে এখন বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে খেলার দোয়ার যেন খুলে গেল। তা অনেকটাই সহজ হয়ে গেল। মাশরাফি এরপরও কোয়ার্টার ফাইনাল নয়, ভাবছেন পরের ম্যাচটি নিয়ে। তবে এও জানেন কোয়ার্টার ফাইনালে উঠতে হলে জিততে হবে আরও বাকি থাকা চার ম্যাচের যে কোন দুটি ম্যাচে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে বাংলাদেশের। যে কোন দুটি ম্যাচ জিতলে শেষ আটে খেলবে বাংলাদেশ। মাশরাফি বলেছেন, ‘আমাদের এখনও (কোয়ার্টার ফাইনালে খেলতে হলে) দুটি ম্যাচ জিততে হবে। তবে পরের ম্যাচটি নিয়েই ভাবছি। খেলা হবে শ্রীলঙ্কার বিপক্ষে। আমরা বিশ্বকাপে খেলতে আসার আগে বিশেষ কোন প্রতিপক্ষকে টার্গেট করে আসিনি। জানি সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে যে কোন দলকেই হারানো সম্ভব। শ্রীলঙ্কার বিপক্ষেও জেতা সম্ভব। এ জন্য অবশ্যই ভাল খেলতে হবে।’ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ প- হওয়ায়, পয়েন্ট ভাগাভাগি হওয়া চাপ বেড়ে গেছে ইংল্যান্ডের। এখন স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডকে হারাতে পারলেই বাংলাদেশ চলে যাবে কোয়ার্টার ফাইনালে। ইংলিশদের যে অবস্থা তাতে বাংলাদেশ এ দলটিকেই হারানোর টার্গেট করতে পারে। মাশরাফি অবশ্য ইংল্যান্ড নিয়ে বলেছেন, ‘আমি বলতে পারছি না ইংল্যান্ড চাপে থাকবে। আমরা সামনের খেলাগুলো নিয়ে ভাবছি। সেটা ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা স্কটল্যান্ডই হোক। যদি আমরা ভাল খেলতে পারি, ভাল সুযোগ আছে আমাদের।’
×