ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্মদিন আজ

প্রকাশিত: ০৫:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্মদিন আজ

কবি মোহাম্মদ আবদুল আওয়ালের জন্মদিন আজ রবিবার। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বহলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ এক যুগ কাটান রাজবাড়ী শহরে এবং সেখান থেকেই কবিতা চর্চা শুরু করেন। তিনি ১৯৬৯ সাল থেকে দৈনিক আজাদের সাহিত্য পাতায় কবিতা লেখা শুরু করেন। স্বাধীনতার পর দৈনিক বাংলাসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটল ম্যাগাজিনে লিখেছেন তিনি। তাঁর কলম এখনও সচল রয়েছে। ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত সময়ে তিনি আবদুল্লাহ আবু সায়ীদ সম্পাদিত সাহিত্য পত্রিকা কণ্ঠস্বরে সম্পাদকীয় সহযোগী হিসেবে কাজ করেন। এ পর্যন্ত তাঁর তিনটি কবিতার বই বেরিয়েছে। বাংলা কবিতার কাঠামো সচেতন এ কবি প্রথাসিদ্ধ ছন্দকে মেনে নিয়ে উপস্থাপনায় এনেছেন নতুন মাত্রা। তিনিই প্রথম মৌলিক কবিতার ক্ষেত্রে যতিহীন প্রথা প্রচলন করেন। -বিজ্ঞপ্তি
×