ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরাশক্তিরা মাঠে নামছে আজ

প্রকাশিত: ০৪:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পরাশক্তিরা মাঠে নামছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আজ শনিবার রাতে মাঠে নামছে পরাশক্তি দলগুলো। সব দলই জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনে নামছে। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির প্রতিপক্ষ বার্নলি। এ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে লড়বে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে সোয়ানসি সিটির বিরুদ্ধে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। আজকের আন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে এ্যাস্টন ভিলা-স্টোক সিটি, হাল সিটি-কুইন্স পার্ক রেঞ্জার্স ও সান্ডারল্যান্ড-ওয়েস্টব্রুমউইচ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে চেলসি। এখনও স্পষ্ট ব্যবধানে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দলটি। বর্তমানে ২৫ ম্যাচে জোশে মরিনহোর দলের পয়েন্ট সর্বোচ্চ ৫৯। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫২। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সাউদাম্পটন। ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। নিজেদের সর্বশেষ ম্যাচগুলোতে সব বড় দলই জয় পেয়েছে। তবে ম্যানইউ ও ম্যানসিটি বাদে সবাইকে ঘাম ঝরাতে হয়। চেলসি ১-০ ব্যবধানে পরাজিত করে এভারটনকে। ম্যানইউ ৩-১ গোলে বার্নলিকে ও এ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি ৪-১ গোলে হারায় স্বাগতিক স্টোক সিটিকে। আর আর্সেনাল ২-১ গোলে হারায় লিচেস্টার সিটিকে। দারুণ ছন্দে থাকা চেলসি বার্নলির বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই মাঠে নামছে।
×