ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউদি-ম্যাককুলামে বিধ্বস্ত ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১৫

সাউদি-ম্যাককুলামে বিধ্বস্ত ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ধারণা করা হয় ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে। সেই ইংলিশদেরই কি না ক্রিকেট শেখাল কিউইরা! টিম সাউদি-ব্রেন্ডন ম্যাককুলামদের রেকর্ডময় পারফর্মেন্সে ওয়েলিংটনে কাল ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিল নিউজিল্যান্ড। ৮ উইকেটের জয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় সাফল্য তুলে নিল ফেবারিট ব্ল্যাক ক্যাপসরা। ৩৩.২ ওভারে ১২৩ রানে অলআউট ইংল্যান্ড, জবাবে মাত্র ১২.২ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। ৩৩ রানে ৭ উইকেট নিয়ে স্বাগতিকদের জয়ের নায়ক তারকা পেসার সাউদি। টস জয় ছাড়া ম্যাচে ইংল্যান্ডের প্রাপ্তি শূন্য। ৫৭ রানে ৩ উইকেট হারানোর পর ঝড় সামলানোর চেষ্টা করেছেন গ্যারি ব্যালান্স (২০)- জো রুট (৪৬), তাতে লাভ হয়নি। ত্রাস বোলিংয়ে অসহায় আত্মসর্পণ করে একে একে সাজঘরে ফিরেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ম্যাচের নায়ক সাউদির বোলিং বিশ্লেষণ ৯-০-৩৩-৭! বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়সেরা বোলিংয়ের নতুন নজির এটি। সেরা গ্লেন ম্যাকগ্রা (৭/১৫) ও এ্যান্ডি বিকেল (৭/২০)। ইংলিশরা আগেই অলআউট না হয়ে সাউদিকে পুরো দশ ওভার বোলিংয়ের সুযোগ দিলে রেকর্ডটা হয়েই যেত! সর্বোপরি ওয়ানডের ষষ্ঠ ও নিউজিল্যান্ড ইতিহাসের সেরা বোলিং এটি। ম্যাচের আকর্ষণের অনেক কিছুই হয়ত তখনও বাকি! ছোট্ট রান অতিক্রম করতে গিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাককুলাম। ২৫ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৭৭ রান করে আউট হন কিউই সেনাপতি। ১৮ বলে ৫০Ñ গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড। মার্টিন গাপটিল ২২ বলে ২২। ১২.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ডÑ ১’র বেশি রান তাড়া করে দ্বিতীয় দ্রুততম জয়ের নজির এটি। স্কোর ॥ ইংল্যান্ড ইনিংস ১২৩/১০ (৩৩.২ ওভার; রুট ৪৬, মঈন ২০, মরগান ১৭; সাউদি ৭/৩৩, ভেট্টোরি ১/১৯, মিলনে ১/২৫) নিউজিল্যান্ড ইনিংস ১২৫/২ (১২.২ ওভার; ম্যাককুলাম ৭৭, গাপটিল ২২, উইলিয়ামসন ৯*, টেইলর ৫*; ওকস ২/৮) ফল ॥ নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সাউদি (নিউজিল্যান্ড)।
×