ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে দুই ভাই, অন্যত্র যাত্রীসহ নিহত আট

প্রকাশিত: ০৩:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে দুই ভাই, অন্যত্র যাত্রীসহ নিহত আট

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জে দুই ভাই, টাঙ্গাইলে দুই বাসযাত্রী, বরিশালে দুই পথচারী, গোপালগঞ্জে মোটরসাইকেল চালক, নাটোরে ভটভটিযাত্রী, যশোরে সাইকেল আরোহী এবং নোয়াখালীতে ইজি বাইক চালক নিহত হয়েছে। এছাড়া নীলফামারীতে বাস উল্টে ২১ জন আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদেরÑ হবিগঞ্জ ॥ শুক্রবার সকাল ৭টায় হবিগঞ্জের বাহুবল এলাকাস্থ ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুরে ট্রাকের চাপায় সোহেল (৩২) ও রুহেল মিয়া (১৭) নামে আপন দু’ভাই নিহত হয়েছেন। এরা জেলার সদর উপজেলাধীন বৈদ্যের বাজার এলাকাস্থ সুঘর গ্রামের বাসিন্দা আলতাব হোসেনের পুত্র। পুলিশ জানায়, ওই দু’ভাই দিগাম্বর গ্রামস্থ শ্বশুড়বাড়ি যাওয়ার পথে বড় ভাই সোহেল শখের বশত সিএনজি চালিত অটোরিক্সা চালানো শিখাচ্ছিল ছোট ভাই রুহেলকে। এ সময় অটোরিক্সাটি রং সাইডে চলে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ট্রাকটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই উভয় ভাই মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুরুন বাইপাস এলাকায় ট্রাক চাপায় ২ বাস যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার শিলাদহ গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সোহাগ মিয়া (৩২) ও পাবনা সদর উপজেলার পৌলানপুর গ্রামের মৃত মিনহাজ খানের ছেলে মিঠুন খান (৩৫)। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় শুক্রবার সকালে ঢাকাগামী সোনারতরী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১০ যাত্রী আহত ও দু’জন পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসের চাপায় নিহত পথচারী কুব্বত আলী (৬০) ও সেকান্দার আলী হাওলাদার (৪৫) উজিরপুর উপজেলার আটক গ্রামের বাসিন্দা। গোপালগঞ্জ ॥ মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল শেখ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নোয়াখালী ॥ সুবর্ণচরে ইজিবাইক উল্টে চালক মোঃ রিপন (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আহত হয়েছে চার এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ছমিরহাট-খাসেরহাট সড়কের বুসমার্কেট এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামের আবু সুফিয়ানের ছেলে। আহতরা হচ্ছেন- আরজি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিবি আয়েশা, শাহিনা আক্তার, বিবি কুলছুমা ও জাহেদা আক্তার। নাটোর ॥ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মদিনা ফিলিং স্টেশনের সামনে শুক্রবার দুপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ভটভটির যাত্রী সাজু (৫৫) নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত সাজু নাটোর সদর উপজেলার বড়বড়িয়া গ্রামের মৃত কালু গাজীর ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান বনপাড়া এলাকায় পেছন থেকে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটির যাত্রী সাজু নিহত ও অপর ৫ জন আহত হয়। যশোর ॥ যশোরে ট্রাকের ধাক্কায় বাবর আলী (৩৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে। নীলফামারী ॥ যাত্রীবাহী বাস উল্টে নীলফামারীর কিশোরীগঞ্জে ২১ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের মুসা গ্রামের কাশেম বাজারে ওই দুর্ঘটনা ঘটে। আহতরা কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
×