ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে কলেজ ছাত্রাবাসে হামলা, আহত ১০

প্রকাশিত: ০৩:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৫

মির্জাপুরে কলেজ ছাত্রাবাসে হামলা, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২০ ফেব্রুয়ারি ॥ মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের খলিলুর রহমান কলেজের ছাত্রাবাসে বহিরাতদের হামলায় ১০ ছাত্র আহত হয়েছেন। এ সময় বহিরাগতরা ছাত্রাবাসে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনাটি বৃহস্পতিবার রাতে ঘটে। জানা গেছে, মাস চারেক আগে টিউবওয়েলে পানি পান করার সময় মগ নিয়ে বেশ কিছুদিন আগে ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র মোঃ শাহিনের সঙ্গে দ্বিতীয় বর্ষের আবাসিক ছাত্র জামান মিয়ার কথাকাটাকাটি হয়। ঘটনাটি কলেজের শিক্ষকেরা মীমাংসা করেন। কিন্তু বৃহস্পতিবার জামানকে বাঁশতৈল বাজারে শাহীন তার সহযোগীকে নিয়ে মারধর করে। ঘটনাটি ছাত্রাবাসের সুপারিনটেনডেন্ট প্রভাষক ইদ্রিস আলীকে জানালে তিনি বিষয়টি পুনরায় মীমাংসার উদ্যোগ নেন। শুক্রবার সকালে তা মীমাংসার কথা ছিল। এদিকে মারধরের বিষয়টি শিক্ষকদের জানানোর খবর পেয়ে শাহীন আরও ক্ষিপ্ত হয়ে উঠে। সে তার বাড়ি পার্শ্ববর্তী তেলিপাড়া গ্রামের বাসিন্দা ও একই কলেজের ¯œাতক প্রথম বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম, শাহীনের সহপাঠী হৃদয় হোসেনের নেতৃত্বে ১৫/২০ জন যুবক এসে ছাত্রাবাসে হামলা চালায়। তারা ছাত্রাবাসের লোহার কলাপসিবল গেট ভেঙ্গে ভেতরে ঢুকে কয়েকটি কক্ষের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করতে থাকে। এ সময় ছাত্রাবাসের শিক্ষার্থীরা বাধা দিলে তারা তাদের লাঠিপেটা করে।
×