ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রকাশিত: ০৩:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৫

নওগাঁর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ ফেব্রুয়ারি॥ নওগাঁর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। ফলে শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। আমাদের মায়ের ভাষার জন্য এদেশের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছে। অথচ সেই সব ভাষা শহীদদের স্মরণ করার জন্য পর্যাপ্ত শহীদ স্মৃতি নির্মিত হয়নি। তবে একুশের চেতনায় উদ্ভাসিত নতুন প্রজন্ম ঘরে বসে নেই। বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকা দেখা যায়, শিশুরা কাদা-মাটি বা ইট দিয়ে শহীদ মিনার তৈরি কাজে মহাব্যস্ত। শনিবার একুশের প্রভাতে তারা ভাষা শহীদদের স্মরণে নিজেদের হাতে গড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করবে। শহরের পিরোজপুর মহল্লায় তেমনি কয়েক শিশু রাপি, শিবাশীষ, উৎপল, জীবন তাদের সঙ্গীদের নিয়ে কাদা-মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করছিল। তারা বই পড়ে জেনেছে, এদিন শহীদ মিনারে ফুল দিতে হয়। কিন্তু কেন ফুল দিতে হয়, তার বিস্তারিত ইতিহাস তারা একনো রপ্ত করতে পারেনি। অনুসন্ধানে জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদ্রাসা ও ৬টি কলেজ রয়েছে। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই।
×