ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জরাজীর্ণ ভবনে চলছে কার্যক্রম

পার্বতীপুরের ৮ ইউনিয়নে নেই ভূমি অফিসের নিজস্ব কার্যালয়

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৫

পার্বতীপুরের ৮ ইউনিয়নে নেই ভূমি অফিসের নিজস্ব কার্যালয়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন ভূমি অফিসগুলোর (তহশিল অফিস) অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। রেকর্ড সংরক্ষণ ও ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই অফিসগুলোর অধিকাংশরই নিজস্ব ভবন নেই। ইউনিয়ন পরিষদ বা পরিত্যক্ত বাড়ির ভাঙ্গা জরাজীর্ণ রুমে এই অফিসগুলোর কার্যক্রম। পার্বতীপুর উপজেলা ভূমি অফিসের সাবেক পুরাতন কোর্ট বিল্ডিংয়ের ৩টি রুম নিয়ে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম চলছে। পেছনের ভাঙ্গা পরিত্যক্ত ঝুঁকিপূর্ণ রুমে গুরুত্বপূর্ণ রেকর্ড রাখা হয়েছে। উপজেলার ১১টি তহশিল অফিসের মধ্যে ৮টি তহশিল অফিসের নিজস্ব কার্যালয় নেই। ইউনিয়ন পরিষদ বা পরিত্যক্ত বাড়ির ভাঙ্গা জরাজীর্ণ রুমে অফিসের কাজ চলছে। খতিয়ানসহ গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দলিলপত্র রাখার কোন ব্যবস্থা নেই। স্বাধীনতার ৪৪ বছরে সরকারী ও অন্যন্য সব বিভাগের উপজেলা পর্যায়ে নতুন নতুন ভবন হলেও সরকারী ও জনগণের স্বার্থ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেক্টরের অবকাঠামোগত তেমন কোন উন্নয়ন দেখা যায় না। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে জনসেবার ওপর। একদিকে উপযুক্ত স্থানাভাবে রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা যাচ্ছে না, অন্যভাবে দ্রুততার সঙ্গে প্রয়োজনমতো তথ্য সরবরাহ করতে তহশিলদারগণ হিমশিম খাচ্ছেন। এ বিষয়ে তহশিলদারদের সঙ্গে কথা বলে জানা যায়, নিয়মিত জরিপ কাজ সম্পাদিত না হওয়ায় অনেক পুরাতন রেকর্ড নিয়ে কাজ করতে হয়। দীর্ঘদিনের পুরাতন রেকর্ডপত্র গুছিয়ে যথাযথভাবে রাখার মতো কোন স্থান না থাকায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত নতুন রেকর্ড না পেলে এবং অফিসের অবকাঠামো সুবিধা না বাড়ালে এই সেক্টরের কার্যক্রম মুখ থুবড়ে পড়তে পারে। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ভূমি অফিসগুলোর কাজের পরিবেশ মানসম্মত নয়। উপজেলা ভূমি অফিসসহ ৮টি ইউনিয়নে তহশিল অফিস নির্মাণের অনুমোদন চেয়ে ইতোমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে।
×