ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেডারেশন কাপ ফুটবল

ফরাশগঞ্জের বিদায়, শেষ আটে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ০৬:১৬, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ফরাশগঞ্জের বিদায়, শেষ আটে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার চলমান ‘ফেডারেশন কাপ’-এ ‘সি’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড, আর টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফরাশগঞ্জ। ২ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৩ পয়েন্ট। প্রথম ম্যাচে পুরনো ঢাকার ক্লাব এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে রানার্সআপ হয়ে এ মৌসুমে আবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগে উন্নীত হওয়া ফরাশগঞ্জ ০-২ গোলে হেরেছিল ঢাকা আবাহনী লিমিটেডের কাছে। ঢাকা আবাহনীও ইতোমধ্যেই পৌঁছে গেছে শেষ আটে। ‘সি’ গ্রুপের পরবর্তী ম্যাচে ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনীর মধ্যে অনুষ্ঠিত ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে গ্রুপের চ্যাম্পিয়ন দলটি। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ হওয়া সময়ে (৯০+২ মিনিট) বদলি ফরোয়ার্ড খালেদ আহমেদ চট্টগ্রাম আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন। একেবারেই নিষ্প্রাণ এই ম্যাচে দুই অর্ধে বেশকিছু গোল করার সুযোগ পেয়েছো উভয় দল। সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় পারেনি আবাহনী-ফরাশগঞ্জ। ৩০ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। এককভাবে বল পেয়ে এগিয়ে গিয়েছিলেন আবাহনী মিডফিল্ডার মোহাম্মদ হিমু। ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে শট নিলেও কয়েক ইঞ্চির জন্যে লক্ষ্যে পৌঁছায়নি। ৫০ মিনিটে সুযোগ পেয়েছিল ফরাশগঞ্জও। আকিনিলে পিটার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগে চট্টগ্রাম আবাহনী লিমিটেডর ম্যানেজার শাকিল মাহমুদ বলেছিলেন, ‘নতুন প্রতিভা খুঁজে নিয়ে তা জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়াই চট্টগ্রাম আবাহনীর বৈশিষ্ট্য। এই টুর্নামেন্টে আমরা বরাবরের মতোই এবারও নান্দনিক ফুটবল খেলব। দলে থাকবে তিন বিদেশী ফুটবলার।’ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে শাকিল মাহমুদের সেই কথাকে সত্যি প্রমাণ করল চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা।
×