ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে হেলথ ইনফরমেটিকস ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

বিএসএমএমইউতে হেলথ ইনফরমেটিকস ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক সেমিনার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ই ব্লকে সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট এ্যান্ড অটিজম ইন চিলড্রেন-এর অডিটোরিয়ামে সোমবার সকালে ‘ইনট্রোডিউসিং এ নিউ কম্পিউটার-বেইজড অটোমেশন লোকাল এরিয়া নেটওয়ার্ক (এলএএন) ফর আপস্কেলিং এডুকেশন, সার্ভিস এ্যান্ড রিচার্স ফ্যাসিলিটিস এট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিাটি (বিএসএমএমইউ), ঢাকা প্রকল্প কর্তৃক আয়োজিত হেলথ ইনফরমেটিকস ম্যানেজমেন্ট সিস্টেম এ্যান্ড ইএইচএমএস এ্যাপলিকেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত প্রকল্পটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হেকেপ প্রকল্পের অর্থায়নে পরিচালিত হচ্ছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল্লাহ সিকাদার। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার ডাঃ হাবিবুর রহমান। Ñবিজ্ঞপ্তি ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে রাবিতে র‌্যালি রাবি সংবাদদাতা ॥ ‘প্রার্থনা কোটি হৃদয় মাঝে, মাঠে নামো বীরের সাজে’ সেøাগানকে সামনে রেখে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় বর্ণাঢ্য র‌্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাবির ‘সম্মিলিত উদযাপন কমিটি বিশ্বকাপ ক্রিকেট-২০১৫’ এ র‌্যালির আয়োজন করে। বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় বিভিন্ন পোস্টার, সেøাগান, বাঁশির আওয়াজ ও গানের তালে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মোঃ ছাদেকুল আরেফিন এতে অংশ নেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন স্থগিত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অনিবার্য কারণবশত আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত ঘোষণা করা হয়েছে। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব-১ ও সিনিয়র সহকারী সচিব জন্নাতুন নাঈম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন স্থগিত সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত পত্রটি মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে। সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, ২ পুলিশ আহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদুল ইসলাম (৩২) নামের এক ডাকাত দলের সদস্য আহত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শহীদুল ইসলাম শহরের রসুলপুর পশ্চিমপাড়া এলাকার আকবার আলীর ছেলে। পুলিশের দাবি, শহীদুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সোমবার রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার পল্লী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শহীদুলসহ তার সহযোগীরা। খবর পেয়ে অভিযান চালালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে এবং দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পুলিশও গুলিবর্ষণ করলে রামচন্দ্রপুর ফাঁকা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।
×