ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ব্যাংক ও মীনা বাজারের মধ্যে চুক্তি

প্রকাশিত: ০৬:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকা ব্যাংক ও মীনা বাজারের মধ্যে চুক্তি

ঢাকা ব্যাংক লিমিটেড এবং মীনা বাজারের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ব্যাংকটির প্রধান কার্যালয়ে। সমঝোতা স্মারক অনুযায়ী ঢাকা ব্যাংকের সকল ক্রেডিট এবং ডেবিট কার্ড হোল্ডারগণ মীনা বাজারের আউটলেট থেকে কার্ডের মাধ্যমে ক্রয়ের বিপরীতে ৫ শতাংশ হারে ক্যাশ ব্যাক সুবিধা পাবেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক এবং মীনা বাজারের চীফ অপারেটিং অফিসার শাহিন খান উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব, মীনা বাজারের জিএম (ফিন্যান্স ও এ্যাকাউন্টস) ফিরোজ আলমসহ প্রতিষ্ঠানদ্বয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি প্রাইম ব্যাংকের ডিএমডি রাহেল আহমেদ সম্প্রতি উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রাইম ব্যাংকে যোগদান করেছেন। এএনজেড গ্রীনলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তাঁর কর্মজীবন শুরু। তিনি বাংলাদেশের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে স্থানীয় কর্পোরেট ও আন্তর্জাতিক কর্পোরেট বিভাগের প্রধান ছিলেন। -বিজ্ঞপ্তি
×