ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১১ শিল্পীর কণ্ঠে দেশের গান

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

১১ শিল্পীর কণ্ঠে দেশের গান

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো একসঙ্গে একই দেশের গানে কণ্ঠ দিলেন ১১ কণ্ঠশিল্পী। তাঁরা হলেন পাওয়ার ভয়েস প্রতিযোগিতার সজল ও মাসুম, চ্যানেল আই সেরাকণ্ঠের ফারাবী ও নদী, হুমায়ূন, শামীম, আশরাফ, এমএস রানা, রিহান, লুৎফর হাসান ও নিজু। ‘একাত্তরের এক শীতের ভোরে, স্বাধীনতার ফুল ফুটেছে এ মনে, আকাশ পানে তাই উড়িয়ে কেতন, কোটি প্রাণে যেন ধরায় কাঁপন’ এমন কথায় ‘বাংলাদেশ’ শিরোনামের এই গানটি লিখেছেন রেজাউর রহমান রিজভী। গানের সুর ও সঙ্গীত করেছেন রানা আখন্দ। সম্প্রতি এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে গানটির শূটিং করা হয়। ভিডিও পরিচালনা করেন প্রিন্স আহমেদ। চলতি সপ্তাহের শেষ থেকে ইউটিউবসহ বিভিন্ন বেসরকারী চ্যানেলে মিউজিক ভিডিওটির প্রচার শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। গানটি প্রসঙ্গে রানা আখন্দ বলেন, আসন্ন ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ উপলক্ষে ‘বাংলাদেশ’ গানটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি গানটি শ্রোতাদের ভাল লাগবে।
×