ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্ত্রাসবিরোধী সম্মেলন কাল ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

সন্ত্রাসবিরোধী সম্মেলন কাল ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি একটি সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। যুক্তরাষ্ট্র সফরকালে পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এএইচ মাহমুদ আলীর বৈঠক হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে ওয়াশিংটনে সন্ত্রাসবিরোধী এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের প্রায় সকল দেশের প্রতিনিধিই যোগ দেবেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হক সম্মেলনে অংশ নেবেন। গত বছর মার্কিন পররাষ্ট্র দফতর থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনে যোগ দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এই সম্মেলন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ওয়াশিংটন সফরকালে জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে। এ বিষয়ে ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। তবে বৈঠকের বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠকে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিসওয়াল-তারানকোর বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন এবং বাংলাদেশে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ জানান। বাংলাদেশের রাজনীতিকদেরই পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর ওপর তারা গুরুত্ব দিয়েছেন। এ প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রীর বর্তমান ওয়াশিংটন সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মঙ্গলবার ওয়াশিংটনের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ছেড়ে যাবেন। ফিরবেন ২০ ফেব্রুয়ারি। জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন। হোয়াইট হাউসে সন্ত্রাসবিরোধী শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রসচিব এম শহীদুল হক বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। উল্লেখ্য, আগামী ১৯-২১ ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা সফর করবেন। ২০ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরে মমতার সঙ্গেও বৈঠক করবেন।
×