ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাড়ি ভাংচুরকালে শিবির ক্যাডার আটক, পিটুনির পর পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

গাড়ি ভাংচুরকালে  শিবির ক্যাডার  আটক, পিটুনির  পর পুলিশে  সোপর্দ

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১৫ ফেব্রুয়ারি ॥ রায়পুরে মুখোশ পরে গাড়ি ভাংচুরের সময় মোঃ মুজাহিদ (২৫) নামে এক শিবির ক্যাডারকে হাতেনাতে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মুজাহিদ চরমোহনা ইউপির দক্ষিণ রায়পুর গ্রামের মাঝি বাড়ির মোঃ বিল্লাল হোসেনের ছেলে। রবিবার রায়পুর-লক্ষ্মীপুর সড়কের চালতাতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির গ্রেফতারের প্রতিবাদে রবিবার জেলাজুড়ে হরতাল ডাকলেও সাধারণ মানুষ হরতাল প্রত্যাখ্যান করে ঘর থেকে বের হয়ে আসে। ভোর থেকে যানবাহন চলাচলসহ সব কিছুই ছিল স্বাভাবিকভাবে। সকাল ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের চালতাতলী নামক স্থানে মুজাহিদ (২৫) মুখোশ পরে সিএনজিসহ রাস্তায় চলাচলরত গাড়ি ভাংচুর শুরু করে। এ সময় যাত্রীসহ এলাকার লোকজন এগিয়ে এসে তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে রায়পুর থানার এসআই ময়নাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রায়পুর থানার এসআই ময়নাল বলেন, দিনভর হরতালকারীরা বোমাবাজি, গাড়ি ভাংচুর ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বেলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। গাড়ি ভাংচুরের সময় হাতেনাতে ধৃত মুজাহিদকে আজই আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।
×