ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে সন্ত্রাস জঙ্গীবাদবিরোধী মতবিনিময়

প্রকাশিত: ০৪:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জে সন্ত্রাস জঙ্গীবাদবিরোধী  মতবিনিময়

স্টাফ রিপোর্টর, মুন্সীগঞ্জ ॥ সন্ত্রাস, নাশকতা, অরাজকতা ও জঙ্গীবাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের সঙ্গে রবিবার মতবিনিময় করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। মতবিনিময়ে অংশ নেন এ্যাডভোকেট মৃণালকান্তি দাস এমপি, জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. মইদ উদ্দিন, মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, র‌্যাব-১১ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছ-উজ-জামান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ পৌর মেয়র ও শহর বিএনপির সভাপতি একেএম ইরাদাত মানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জি, অধ্যাপক প্রবীর কুমার গাঙ্গুলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন, আরসেদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউর ইসলাম হিরু, জামাল হোসেন, এমএ কাদের মোল্লা, হাজি ফয়সাল বিপ্লব, তানভীর হাসান, মুফতি সোরোয়ার হোসেন, নূর হোসেন, নার্গিস আক্তার, আসাদুজ্জামান সুমন প্রমুখ। জেলা পুলিশ শহরের মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন প্রধান সড়কে বিশাল এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে জেলার মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক সাংবাদিক, ছাত্রসহ সর্বস্তরের জনতা অংশ নেয়। বক্তারা দলমত নির্বিশেষে জনগণের জানমাল ও সুষ্টু পরিবেশ রক্ষায় এবং বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলক গড়ে তোলার আহ্বান জানান।
×