ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হরতাল-অবরোধেও ঈশ্বরদীতে তীব্র যানজট

প্রকাশিত: ০৪:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

হরতাল-অবরোধেও  ঈশ্বরদীতে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের মধ্যেও ঈশ্বরদী শহরে যানজট ঈশ্বরদী শহরে যানজট সৃষ্টি হচ্ছে। হরতাল-অবরোধ সাধারণ মানুষ মানতে চাচ্ছে না। জীবিকার তাগিদে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে। এ কারণে ঈশ্বরদী শহরে যানজট ক্রমান্বয়ে প্রকট আকার ধারণ করেছে। লাইসেন্সবিহীন অবৈধ রিক্সার ছড়াছড়ি, নির্মাণসামগ্রী দিয়ে রাস্তা দখল, অবৈধ পাওয়ার টিলারের মালবোঝাই অবস্থায় শহরে প্রবেশ, ত্রুটিপূর্ণ ট্রাফিক ব্যবস্থা ও মালবোঝাই ট্রাক, টেম্পো ও রিক্সার রাস্তার ওপর অবৈধ স্ট্যান্ডই যানজটের মূল কারণ। অপ্রশস্ত রাস্তা ও সড়কগুলোর উন্নয়ন না করায় যানজট সমস্যা বেড়েই চলেছে। ফলে অসহ্য ভোগান্তির শিকার হতে হচ্ছে দুই লাখ শহরবাসীকে। নষ্ট হচ্ছে বহু শ্রমঘণ্টা। আয় কমে যাচ্ছে শ্রমজীবী মানুষের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কোন মাথাব্যথা আছে বলে মনে হয় না। অবৈধ রিক্সা, ভ্যান ও ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের সঙ্গে পাল্লা দিয়ে সড়ক দখলের প্রতিযোগিতা বেড়ে চলছে। শহরের যেখানে সেখানে এলোপাতাড়ি পণ্যসামগ্রীর দোকান ও নির্মাণসামগ্রী এবং যেখানে সেখানে গড়ে ওঠা, রিক্সা, টেম্পো, সিএনজি ও পাওয়ার টিলার স্ট্যান্ডও যানজটের জন্য কম দায়ী নয়। শহরবাসী বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থলমুখী হলেই যানজটের কবলে পড়তে হয়। রেলগেট ওভারব্রিজ নেই। ঘণ্টার পর ঘণ্টা বাস, ট্রাক, সিএনজি, রিক্সা, ভ্যান, পাওয়ার টিলার ও টেম্পোর দীর্ঘ লাইনে পড়ে কলেজ ও স্কুলগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
×