ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমিনুল হক বাদশার মরদেহ আজ আসছে

প্রকাশিত: ০৫:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

আমিনুল হক বাদশার মরদেহ আজ আসছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশার মরদেহ আজ ঢাকায় এসে পৌঁছবে। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টায় তাঁর মরদেহ হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। আমিনুল হক বাদশার মরদেহ তাঁর ছোট ভাই খন্দকার রশিদুল হক নবা, সরকারী কর্মকর্তা, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা গ্রহণ করবেন। খবর বাসসর। রবিবার দুপুর ১২টায় বাদশার লাশ গ্রহণ করার পর শহীদ মিনারে নেয়া হবে। লাশ দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শহীদ মিনারে রাখা হবে। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা জানাবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ নামাজে জানাজার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেয়া হবে। সেখানে বাদ আছর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার আমিনুল হক বাদশার লাশ জাতীয় প্রেসক্লাবে নেয়া হবে। সার্বক্ষণিক সাংবাদিক হিসেবে তিনি জাতীয় প্রেসক্লাবে দীর্ঘ সময় কাটিয়েছেন। তাঁর লাশ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে রাখা হবে। একই দিন বিকেলে মরহুমের লাশ কুষ্টিয়া শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা ও নাগরিক শোকসভা ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। মরহুম বাদশার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিশিষ্ট লেখক আবদুল গাফ্ফার চৌধুরী কর্মসূচী সমন্বয় করছেন। স্ত্রী, এক পুত্র, এক কন্যা, ৫ ভাই, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন প্রয়াত বাদশা।
×