ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পণ্য আমদানিতে ভাটা

প্রকাশিত: ০৪:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

পণ্য আমদানিতে  ভাটা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহ শেষে বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা ও নিষ্পত্তির হার কমেছে। এ সময়ে ১৪৯ কোটি ৬০ লাখ ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১৮২ কোটি ২৯ লাখ ডলার। আলোচ্য সময়ে ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১৬২ কোটি ১৬ লাখ ডলার। আগের বছর যা ছিল ১৭৪ কোটি ২৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ঋণপত্র খোলা হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ডলার। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে খোলা হয়েছে যথাক্রমে ৫৯ কোটি ৫৫ লাখ ও ৭১ কোটি ৬০ লাখ ডলারের সমপরিমাণ। আগের বছর একই সময়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যথাক্রমে ২৯ কোটি ৯ লাখ, ৭৩ কোটি ৪ লাখ ও ৮০ কোটি ৬৬ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়েছিল। প্রতিবেদনে আরও দেখা গেছে, জানুয়ারির প্রথম সপ্তাহে ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ১১ কোটি ৩৬ লাখ ডলার। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে নিষ্পত্তি হয়েছে যথাক্রমে ৬০ কোটি ৭৩ লাখ ও ৯০ কোটি ৯ লাখ ডলারের সমপরিমাণ। আগের বছর একই সময়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে যথাক্রমে ৩১ কোটি ২ লাখ, ৬৭ কোটি ২৮ লাখ ও ৭৬ কোটি ডলারের ঋণপত্র নিষ্পত্তি হয়েছিল।
×