ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনীতিকরা এখন জনগণের কাছে ঘৃণিত ॥ রংপুরে এরশাদ

প্রকাশিত: ০৫:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০১৫

রাজনীতিকরা এখন জনগণের কাছে ঘৃণিত ॥ রংপুরে এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, নির্বাচনের সময় যাদের কাছে আমরা ভোটভিক্ষা চেয়েছিলাম আজ তারাই এখন আমাদের কাছে প্রাণভিক্ষা চাইছেন। তিনি বলেন, দেশ আজ স্থবির হয়ে পড়েছে। এ জন্য যে দুই দল জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন আমরা রাজনীতিকরা আজ জনগণের কাছে ঘৃণিত হয়েছি। জনগণের জন্য রাজনীতি করলেও আমরা এখন আর জনগণের কল্যাণে কাজ করি না। আমাদের লক্ষ্য হচ্ছে দেশ জাহান্নামে যাক আমাদের ক্ষমতায় যেতে হবে। এরশাদ চারদিনের সফরে রংপুরে এসে বৃহস্পতিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের সংবিধানে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ। আর এই জনগণকে এখন পুড়িয়ে মারছি আমরা। তিনি বলেন, দেশে শান্তির জন্য একটা পথ বের করতে হবে এবং দুই দলকে নিয়ে বসতে হবে। তিনি বলেন, শান্তির জন্য আমরা আলোচনায় বসার প্রস্তাব দিয়ে চিঠি দিয়েছি তারা কোন জবাব দেয়নি। শান্তির জন্য আমরা অনশন করেছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জরুরী অবস্থা দিলে এ সমস্যার সমাধান হবে না। কারণ দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। এসএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, এদের কাছে আমাদের সন্তানের জীবনের মূল্য নেই। মূল্য হচ্ছে ক্ষমতায় থাকা। গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখন এরা দেশকে পিছিয়ে নিচ্ছে। এর পরিণাম কখনই ভাল হবে না। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন স্থানীয় জাপা নেতা মোফাজ্জল হোসেন মাস্টার, মোস্তাফিজার রহমান মোস্তফা, এসএম ইয়াসির, আজমল হোসেন লেবু প্রমুখ।
×