ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আজ ‘দেবী সুলতানা’

প্রকাশিত: ০৬:৪১, ১২ ফেব্রুয়ারি ২০১৫

শিল্পকলায় আজ ‘দেবী সুলতানা’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে দেশ অপেরা প্রযোজিত ঐতিহাসিক যাত্রাপালা ‘দেবী সুলতানা’। ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত পালাটির নির্দেশনা দিয়েছেন এম আলীম। প্রযোজনাটি তত্ত্বাবধানে আছেন দেশ অপেরার প্রতিষ্ঠাতা, যাত্রানট মিলন কান্তি দে। ‘দেবী সুলতানা’ যাত্রাপালা দলের দশম প্রযোজনা। এ যাত্রাপালায় অভিনয় করবেন এম আলীম, শহীদুর রহমান এনা, কাজী রফিকুল ইসলাম, মোবারক হোসেন, জিয়াউল হক, বনশ্রী, তপতী, শ্রাবণী, আবদুল হক, জি এম সিরাজ, গোলাম মোস্তফা লেবু, নুরুল হক তালুকদার, আবুল কালাম আজাদ এবং দেবী সুলতানার চরিত্রে অভিনয় করবেন বেবী সাগরিকা। দেশমাতৃকাকে অসাম্প্রদায়িক চেতনায় জাগিয়ে তোলার মহান ব্রত নিয়ে দিনাজপুরের রাজা উদয়নারায়ণের কন্যা দেবীর যুদ্ধযাত্রা নিয়ে গল্পের আখ্যান গড়ে উঠেছে। ঘটনাচক্রে নবাব মুর্শিদকুলি খাঁর মুখোমুখি হয় দেবী। নবাব তার নতুন নাম রাখেন দেবী সুলতানা।
×