ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় ক্রিকেট লীগ ॥ জিতল রংপুর ॥ ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচ ড্র ॥ রাজশাহী-সিলেট ম্যাচ ড্র

ইনিংস ব্যবধানেই জয় ঢাকা বিভাগের

প্রকাশিত: ০৬:০১, ১২ ফেব্রুয়ারি ২০১৫

ইনিংস ব্যবধানেই জয় ঢাকা বিভাগের

স্পোর্টস রিপোর্টার ॥ এক এক করে তিনটি ম্যাচ ইনিংস ব্যবধানে জিতে নিল ঢাকা বিভাগ। এবার ঢাকার শিকার চট্টগ্রাম বিভাগ। ইনিংস ও ১৭৪ রানে বড় ব্যবধানেই জিতেছে ঢাকা বিভাগ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচ। মাহমুদুল হাসান লিমনের (৪/৭১) অসাধারণ বোলিংয়ে তৃতীয় রাউন্ডে ১৯৩ রানে জয় পেয়েছে রংপুর বিভাগ। ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচটি ড্র হয়েছে। ঢাকা মেট্রোর বিপক্ষে ব্যাকফুটে থেকেও হার এড়াতে পেরেছে বরিশাল বিভাগ। ফজলে রাব্বির (১০০*) ব্যাটিং দৃঢ়তায় ড্র নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে তারা। সিলেট-রাজশাহী ম্যাচও ড্র হয়েছে। তৃতীয় দিনে চট্টগ্রাম বিভাগ পিছিয়ে ছিল ২১৬ রানে। বুধবার চতুর্থ ও শেষ দিনে চট্টগ্রাম বিভাগ আরও ৪২ রান যোগ করে শেষ ৫ উইকেট হারিয়েছে। দেওয়ান সাব্বির ও মোশারফ হোসেনের বোলিংয়ে ব্যাটিং লাইনআপ ভেঙ্গেছে চট্টগ্রাম বিভাগের। তৃতীয় দিনে রংপুর বিভাগ তাদের দ্বিতীয় ইনিংসে ৯০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২১৮ রান করে। বুধবার শেষ দিনে রংপুর আরও ৪১ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে। তাতে রংপুরের লিড দাঁড়িয়েছিল ৩৫৬ রান। সর্বোচ্চ রান করেছেন তানভীর হায়দার ৮৩। এ ছাড়া ধীমান ঘোষ ৬১ রান করেছেন। ৩৫৬ রানের লক্ষ্যে খেলতে গিয়ে খুলনা বিভাগ ১৬৩ রানেই সব উইকেট হারিয়েছে। সর্বোচ্চ ৬০ রান করেছেন সোহান। মাহমুদুল হাসান ৪টি এবং সানজিৎ সাহা ও শুভাশিষ রায় ২টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল মেট্রো। বুধবার শেষ দিনে মাঠে নেমে ৮ উইকেটে ২৪৭ রানে ইনিংস ঘোষণা করেছিল দলটি। তাই বরিশালের সামনে জয়ের জন্য ৩৮৭ রানের লক্ষ্য দাঁড়িয়েছিল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ২৬৭ রান তুলতেই দিনের খেলা শেষ হয়ে গেছে। রাজশাহী প্রথম ইনিংস শেষে সিলেট প্রথম ইনিংসে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৪২ রান করেছিল। শেষদিনে সিলেট অলআউট হবে দূরে থাক, ৩ উইকেটে রাহাতুলের অপরাজিত ১০৬ রানে ৩৩৫ করে। দিনও শেষ হয়ে যায়। ম্যাচও হয় ড্র। রাজশাহী-সিলেট ম্যাচ রাজশাহী বিভাগ : প্রথম ইনিংস ৪৮২/১০, ১৪৯.৩ ওভার (মাইশুকুর ১৫৮, জুনায়েদ ১১৮, ফরহাদ হোসেন ৮৭; এনামুল হক ৪/১৩৭, রাহাতুল ফেরদৌস ২/৪৭)। সিলেট বিভাগ : প্রথম ইনিংস ৩২৪/১০, ১০৯.২ ওভার (অলক কাপালি ৮২, রোমান আহমেদ ৭৮, আহমেদ সিদ্দিকুর ৫৬; সানজামুল ইসলাম ৫/৮৪, সাকলাইন সজিব ২/১১৪, ফরহাদ হোসেন ২/৪৫) ও তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস ৪২/০, ১৩ ওভার (সায়েম ১৫*, ইমতিয়াজ ২৫* ও চতুর্থদিন ৩৩৫/৩; রাহাতুল ১০৬*, ইমতিয়াজ ৭৯)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ মাইশুকুর রহমান (রাজশাহী)। স্কোর ॥ ঢাকা-চট্টগ্রাম বিভাগ ম্যাচ- চট্টগ্রাম বিভাগ : প্রথম ইনিংস ১৫৫/১০, ৬৯ ওভার (নাজিম উদ্দিনের ৩০, নাঈম ইসলাম জুনিয়র ২৯, ইরফান শুকুর ২৭; মোশারফ হোসেন ৫/৩৭, শুভাগত হোম ২/২৭) ও দ্বিতীয় ইনিংস ২৮৭/১০, ৯৯ ওভার (তাসামুল হক ১১৪, ইরফান শুকুর ৭৪; দেওয়ান সাব্বির ৪/৪৪, মোশারফ রুবেল ৩/৮৬)। ঢাকা বিভাগ : প্রথম ইনিংস ৫১৬/৫, ১৪০.৩ ওভার ডিক্লে. (রনি তালুকদার ২০১, আব্দুল মজিদ ১১৩, রকিবুল হাসান ৮৯, শুভাগত হোম ১১৯; নাঈম ইসলাম ২/৬৮, ইউনুস ২/১৫৫)। ফল ॥ ঢাকা বিভাগ ইনিংস ও ১৭৪ রানে জয়ী। ম্যাচসেরা ॥ রনি তালুকদার (ঢাকা বিভাগ)। রংপুর-খুলনা বিভাগ ম্যাচ- রংপুর বিভাগ : প্রথম ইনিংস ৩১০/১০, ১০৬.২ ওভার (আরিফুল হক ৬৮, তারিক ৬৩, নাইম ৪৪, মাহামুদুল ৪৬, ধীমান ৩১; রবিউল ইসলাম ২/২৪, জিয়াউর রহমান ২/১৭, মোস্তাফিজুর রহমান ২/৪২) ও দ্বিতীয় ইনিংস ২৫৯/৮, ১০৫ ওভার, ডিক্লে. (তানভীর হায়দানর ৮৩, ধীমান ঘোষ ৬১; মোস্তাফিজুর রহমান ৪/৪৬, জিয়াউর রহমান ১/২৮)। খুলনা বিভাগ : প্রথম ইনিংস ২১৩/১০, ৬৬ ওভার (ইমরুল কায়েস ৯৪, অমিত মজুমদার ৪৭; মাহমুদুল হাসান ৫/৭৬, সঞ্জিব সাহা ৪/৩৫) ও দ্বিতীয় ইনিংস ১৬৩/১০, ৫১ ওভার (নুরুল হাসান ৬০, ডলার মাহমুদ ২৩; মাহমুদুল হাসান ৪/৭১, সানজিৎ সাহা ২/২২)। ফল ॥ রংপুর বিভাগ ১৯৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মাহমুদুল হাসান লিমন (রংপুর বিভাগ)। ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচ- ঢাকা মেট্রো : প্রথম ইনিংস ৪০০/১০, ১৪১.৩ ওভার (সাদমান ইসলাম ১৪০, আসিফ আহমেদ ৮৬, মার্শাল ৫৬; আল আমিন (ছোট) ৫/৪৯, কামরুল ২/৮৪, নাসুম ২/১১১) ও দ্বিতীয় ইনিংস ২৪৭/৮ ডিক্লে. ৫২.৪ ওভার (সাদমান ৮৯, আসিফ আহমেদ ৫৩, মেহরাব জুনিয়র ৫১; কামরুল ইসলাম ৩/৫৫)। বরিশাল বিভাগ : প্রথম ইনিংস ২৬১/১০, ৮২ ওভার (শাহরিয়ার ৭৯*, সাইফ ৫৫*; ইলিয়াস সানি ৭/৭৩, শহীদ ২/৪৫) ও দ্বিতীয় ইনিংস ২৬৭/২, ফজলে রাব্বি ১০০*, শাহরিয়ার নাফিস ৭৮, সজীব ৫৮*; আসিফ ২/৪১) ফল ॥ ড্র। ম্যাচসেরা ॥ সাদমান ইসলাম (ঢাকা মেট্রো)। রাজশাহী-সিলেট ম্যাচ রাজশাহী বিভাগ : প্রথম ইনিংস ৪৮২/১০, ১৪৯.৩ ওভার (মাইশুকুর ১৫৮, জুনায়েদ ১১৮, ফরহাদ হোসেন ৮৭; এনামুল হক ৪/১৩৭, রাহাতুল ফেরদৌস ২/৪৭)। সিলেট বিভাগ : প্রথম ইনিংস ৩২৪/১০, ১০৯.২ ওভার (অলক কাপালি ৮২, রোমান আহমেদ ৭৮, আহমেদ সিদ্দিকুর ৫৬; সানজামুল ইসলাম ৫/৮৪, সাকলাইন সজিব ২/১১৪, ফরহাদ হোসেন ২/৪৫) ও তৃতীয় দিন দ্বিতীয় ইনিংস ৪২/০, ১৩ ওভার (সায়েম ১৫*, ইমতিয়াজ ২৫* ও চতুর্থদিন ৩৩৫/৩; রাহাতুল ১০৬*, ইমতিয়াজ ৭৯)। ফল ॥ ম্যাচ ড্র। ম্যাচসেরা ॥ মাইশুকুর রহমান (রাজশাহী)।
×