ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষাকে হরতাল-অবরোধ মুক্ত রাখার আহ্বান

প্রকাশিত: ০৫:৪২, ১২ ফেব্রুয়ারি ২০১৫

শিক্ষাকে হরতাল-অবরোধ মুক্ত রাখার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাকে হরতাল-অবরোধ মুক্ত রাখতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছে বেসরকারী কারিগরি শিক্ষক সমিতি। বুধবার দুপুর পৌনে ১২টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি পৌঁছে দেন। তা গ্রহণ করেন খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সিএসএফের ফারুক নামের এক সদস্য। এর আগে বেলা ১১টা থেকে গুলশান ২ নম্বর গোলচত্বরে অবস্থান করেন বেসরকারী কারিগরি শিক্ষক সমিতির অর্ধশতাধিক শিক্ষক। সেখানে বেশ ক’জন শিক্ষক নেতা বক্তব্য রাখেন। এ সময় তাঁরা বলেন, ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার পথে। আর আন্দোলনের নামে যেভাবে মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। আর এটা কোন রাজনীতিও হতে পারে না, তবে রাজনীতির নামে সন্ত্রাস বলা যেতে পারে। তাই অবিলম্বে হরতাল-অবরোধের নামে নাশকতা বন্ধ করে শিক্ষাঙ্গনকে সচল করতে হবে। বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ২ নম্বর গোলচত্বর থেকে কারিগরি শিক্ষকরা হরতাল-অবরোধের বিরুদ্ধে মিছিল নিয়ে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের দিকে রওনা দেন। কিন্তু খালেদা জিয়ার কার্যালয়ের কাছেই ৮৬ নম্বর সড়কে গুলশান মডেল স্কুল এ্যান্ড কলেজের সামনে পুলিশ মিছিলকারীদের আটকে দেয়। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ মিছিল করার পর বেসরকারী কারিগরি শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম সাজু ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার কার্যালয়ে স্মারকলিপি পৌঁছে দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম ও মোসলেমা আকতার। খালেদার কার্যালয় ঘেরাও করতে যায় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ॥ হরতাল-নৈরাজ্য করে মানুষ হত্যার প্রতিবাদ জানাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করতে যায় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ। দুপুর ১২টায় সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কাছাকাছি গেলে পুলিশ তাদের আটকে দেয়। খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচীর নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহমেদ হোসেন মির্জা, সহসভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, সাইফুল ইসলাম হাবীব, শামছুল ইসলাম সামসু, রাশেদা বেগম প্রমুখ। দুপুর ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কাছে অবস্থান করে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। খালেদা জিয়াকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। বুধবার সকাল ১০টায় শ্রীলঙ্কান হাইকমিশনের একজন উর্ধতন কর্মকর্তা এ শুভেচ্ছা বার্তা বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পৌঁছে দেন। উল্লেখ্য, এর আগে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে শুভেচ্ছা বার্তা পাঠান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তাই সৌজন্যতা রক্ষা করতে তিনিও খালেদা জিয়াকে শুভেচ্ছা বার্তা পাঠান।
×