ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জয়তুন সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৫

জয়তুন সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে জয়তুন সিকিউরিটিজ ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৩৮তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয়েছে। বিএসইসি সূত্রে জানা গেছে, ৩০ জুন, ২০১৩ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী জয়তুন সিকিউরিটিজ কনসুলিটেড কাস্টমার এ্যাকাউন্টে ৫ কোটি ৪ লাখ টাকা ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠানটি লংকাবাংলা, আরগন ডেনিম, বঙ্গজ, জনতা ইন্স্যুরেন্স ও ফু-ওয়াং ফুড শেয়ার শর্টসেল করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন ঋণ প্রদান, মার্জিন চুক্তি ছাড়া মার্জিন সুবিধা এবং কোম্পানির পরিচালককে মার্জিন ঋণ দিয়েছে। দুই কোম্পানির রেকর্ড ডেট আজ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির রেকর্ড ডেট আজ বৃহস্পতিবার নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুটির লেনদেন আজ বন্ধ থাকবে। কোম্পানি দুটি হচ্ছে পেনিনসুলা চিটাগং লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল। উল্লেখ্য, আগামী ২ মার্চ সোমবার পেনিনসুলার বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। আর এইচ আর টেক্সটাইলের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
×