ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিক্সা-ভ্যান চলাচল খুলে দাও- বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৫

রিক্সা-ভ্যান চলাচল খুলে দাও- বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন

জনকন্ঠ রিপোর্ট ॥ ‘রিক্সা-ভ্যান চলাচল খুলে দাও’-ব্যানার, পোস্টার হাতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বঙ্গবাজারের মহানগর কমপ্লেক্স ব্যবসায়ীবৃন্দ। পুলিশ সদর দফতরের সামনে রাস্তায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেছেন, বঙ্গবাজারের মহানগর কমপ্লেক্স মার্কেটের সামনের রাস্তায় রিক্সা-ভ্যান চলাচল করতে দিতে হবে। নতুবা আমাদের পরিবার পরিজনসহ মেরে ফেলুন। টি-টুয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে সাময়িকভাবে এ রাস্তায় রিক্সা-ভ্যান বন্ধ করে দেয়ার পর গত ১০ মাস ধরে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু এখন আর টি- টুয়েন্টির নিরাপত্তার প্রশ্নটি না থাকলেও অজ্ঞাত কারণে বঙ্গবাজারের মহানগর কমপ্লেক্স সুপার মার্কেটের সামনের রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে। এখানকার ৬ মার্কেটের কয়েক হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারের বাঁচা মরার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন ব্যাবসায়ীবৃন্দ। খোঁজ নিয়ে জানা গেছে, স্বল্পমূল্যের গরিব ও বিদেশী ক্রেতা বাজার হিসেবে পরিচিত গুলিস্তানের বঙ্গবাজারসহ ৬ মার্কেট হচ্ছে, বঙ্গবাজার হকার্স মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, মহানগরী হকার্স মার্কেট, আদর্শ হকার্স মার্কেট, এনেক্সকো টাওয়ার ও মহানগর কমপ্লেক্স মার্কেট। কয়েক হাজার দোকান থেকে দেশের গরিব মানুষজন তো বটেই, এমনকি মিয়ানমার, নেপাল, ভুটান, ভারতের পাইকাররাও এখানে কেনাকাটা করতে আসেন। পাইকারি ও খুচরা ক্রেতা সমাগম যাতে না ঘটতে পারে এবং ক্রয়-বিক্রয় যাতে না হতে পারে সেজন্যই এখনও রিক্সাÑভ্যান চালু করতে দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, এ এলাকায় রিক্সা-ভ্যান চলাচল বন্ধ থাকার কারণে কেনাকাটার উদ্দেশে আসা যাত্রীরা নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ ভোগান্তির পরও এ মার্কেটগুলোতে কেনাকাটা করতে এসে পণ্য ঠিকমতো পরিবহন করতে পারছেন না। মালামাল ক্রেতাদেরকেই বহন করতে হয় অথবা অতিরিক্ত ভাড়ায় কোন ইঞ্জিনচালিত যানবাহনে নিতে হচ্ছে। ফলে বঙ্গবাজারের মহানগর কমপ্লেক্সের ৬ মার্কেটের কয়েক হাজার ব্যবসায়ী মালামাল ক্রয়-বিক্রয় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গোটা ব্যবসায়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ এলাকায় রিক্সা-ভ্যান চলাচল বন্ধ থাকার কারণে মার্কেটে পণ্য আনা- নেয়া বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ফনিক্স রোড দিয়ে রিক্সা ও ভ্যান চলাচল বন্ধ থাকার কারণে তাদের পাইকারি ও খুচরা ক্রেতা অর্ধেকেরও নিচে নেমেছে। এর প্রভাব পড়েছে প্রতিটি দোকান ও ক্ষুদ্র কারখানাতেও।
×