ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০৪:২৮, ১১ ফেব্রুয়ারি ২০১৫

আশুলিয়ায় গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ সংঘর্ষে আহত ২০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ ফেব্রুয়ারি ॥ আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক, মালিক পক্ষ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন পুকুরপাড় এলাকার ‘মাহাবুব এ্যাপারেলস’ নামক সোয়েটার তৈরির কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে পিসরেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। এ সময় মালিক পক্ষ শ্রমিকদের আগের নিয়মে কাজ করতে বলে। পরে শ্রমিকরা পিস রেট বৃদ্ধি করা ছাড়া কাজ করবে না বলে জানালে মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেয়। অবৈধভাবে আন্দোলন করার অভিযোগে রানা হামিদ ও সাজেদুল নামের দু’ শ্রমিককে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মালিকপক্ষের লোকজন। এ ঘটনার প্রেক্ষিতে পরে অন্য শ্রমিকরা এক জোট হয়ে মালিক পক্ষের লোকজনের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। পুলিশ এগিয়ে এলে শ্রমিকরা তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। শ্রমিকরা এ সময় সড়কে চলাচলরত কয়েকটি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুর করে।
×