ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জনরোষে পড়ার আশঙ্কা করছে পাবনার বিএনপি নেতাকর্মীরা

প্রকাশিত: ০৪:২৮, ১০ ফেব্রুয়ারি ২০১৫

জনরোষে পড়ার আশঙ্কা করছে পাবনার বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৯ ফেব্রুয়ারি ॥ টানা অবরোধ-হরতালে জনজীবন বিপন্নসহ পেট্রোলবোমায় মানুষ হত্যার বিভীষিকায় জনমনে ক্ষোভ অসন্তোষ বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে জেলার তৃণমূল বিএনপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে যেমন হতাশা বাড়ছে তেমনি আন্দোলনের সফলতা নিয়ে গভীর সংশয় সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের পরিণতি নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ক্ষুব্ধ নেতাকর্মীরা জানিয়েছেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার যখন গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে তখন সাধারণ জনগণের সহানুভূতি তাদের পক্ষেই ছিল। কিন্তু একের পর এক পেট্রোলবোমায় যখন সাধারণ মানুষ মারা যেতে থাকে তখন মানুষের সেন্টিমেন্ট তাদের বিপক্ষে যেতে শুরু করে। অপর এক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, পেট্রোলবোমায় মানুষ হত্যার অধিকাংশ ঘটনাই জামায়াত-শিবির ক্যাডাররা ঘটালেও এর দায় পড়ছে বিএনপির ওপর। হাইকমান্ডের এটা বোঝা উচিত। তিনি এ বিষয়ে সংশয় প্রকাশ করে আরও জানিয়েছেন বোমায় এভাবে সাধারণ মানুষ মারা গেলে তাদের জীবন সহায় সম্পদ জনরোষের কবলে পড়ার আশঙ্কা সৃষ্টি হবে। এমনিতেই তারা পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের ভয়ে শঙ্কিত তারপর জনরোষে পড়লে তাদের এলাকা ছেড়ে পালিয়ে যেতে হবে। বিএনপির আরেক কর্মী জানিয়েছেন, নতুন প্রজন্মের ভোটারদের চিন্তা মাথায় রেখে এসএসসি পরীক্ষার সময় হরতাল অবরোধ প্রত্যাহার করা উচিত ছিল। তা না করে কেন্দ্রীয় এক নেতার কিসের পরীক্ষা, পরীক্ষা মানি না এ বক্তব্য দেয়ায় তারা এসএসসি পরীক্ষার্থীদের সামনে যেতে লজ্জা বোধ করছেন। তাছাড়াও তাদের ছেলেমেয়েরাও এসএসসি পরীক্ষা দিচ্ছে তাই এটা ঠিক হয়নি। কোন কোন কর্মী সমর্থক ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামাত উপলক্ষে অবরোধ-হরতাল রাখা ঠিক হয়নি। এতে ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষুব্ধ। রাস্তা ঘাটে সর্ব সাধারণের মধ্যে এ সব নিয়ে এখন আলোচনা হচ্ছে। অবরোধ হরতাল ডেকে পেট্রোলবোমায় সাধারণ মানুষকে হত্যা করলেই কী সরকার ক্ষমতা ছাড়বে? এ প্রশ্নও করেছেন কেউ কেউ। এভাবে জনগণকে জিম্মি না করে যদি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের রাস্তায় নামানো হতো তা হলে বোধহয় আন্দোলন সফল হতো বলে তারা মনে করেন।
×