ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৩, ১০ ফেব্রুয়ারি ২০১৫

নৈরাজ্য ও মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- সিলেট ॥ দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে সোমবার দুপুরে নগরীর নবাবরোডের বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে জাতীয় বিদ্যুত শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের সিলেট জেলা শাখার সভাপতি মোঃ শুকুর আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মোঃ বাবুল মিয়া, মোঃ মোশারফ হোসেন, মোঃ নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, মোঃ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। বরিশাল ॥ সোমবার সকাল সাড়ে দশটার দিকে মানববন্ধন ও সমাবেশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট দেশকে মৃত্যু পুড়িতে পরিণত করেছে। তাই পেট্রোলবোমা হামলাকারীদের চিহ্নিত করে প্রকাশ্যে তাদের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়ার জন্য বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দেশবাসীর কাছে আহ্বান করেন। নীলফামারী ॥ নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার বেলা ১১টায় শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চৌরঙ্গী মোড়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদদের কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কান্তি ভুষণ কুন্ডু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদুল ইসলাম, সদর উপজেলা ডেপুটি কমান্ডার শওকত আলী টুলটুল, সুধাংশু রায়, সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, জলঢাকা উপজেলা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান আল-আমিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুল হক দোদুল, সহ-সভাপতি আনিসুজ্জামান রুমি, সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ। ভালুকা ॥ সোমবার সকালে পৌর মেয়রের নেতৃত্বে কাউন্সিলর, পৌর কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ইকবাল হোসেন তালুকদার, আনসারুল ইসলাম সবুজ, মোখলেছুর রহমান মুকুল, তাওহিদুল ইসলাম আপন, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সিবলী, যুবলীগ নেতা পলাশ মানিক, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন, কৃষিবিদ নজরুল ইসলাম ও তছলিম খান প্রমুখ । কলাপাড়া ॥ দেশব্যাপী পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও নানা শ্রেণী-পেশার হাজারো মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান তালুকদার এমপি, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কলাপাড়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিন ও ডেপুটি কমান্ডার আলহাজ আঃ সাত্তার ফরাজীসহ মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
×