ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল পর্দা নামছে বাণিজ্য মেলার

প্রকাশিত: ০৬:০৭, ৯ ফেব্রুয়ারি ২০১৫

কাল পর্দা নামছে  বাণিজ্য মেলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ বেলায় মেলা জমে উঠেছে। ক্রেতাদের উপচেপড়া ভিড়ে বেড়েছে বিক্রিও। কোম্পানিগুলো বিক্রি বাড়াতে দিচ্ছে বিশেষ ছাড়। প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল পণ্য বিক্রিতে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মোবাইল ফোন সেট। এরপর ক্রোকারিজ, মেলামাইন, প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি হয়েছে। এছাড়া এবারের মেলায় ব্লেজার কিনতেও মেলার শো-রুমগুলোতে সারামাস ক্রেতাদের ভিড় দেখা গেছে। এদিকে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আগামীকাল মেলার সমাপ্তি ঘোষণা করবেন। ওই দিন শ্রেষ্ঠ প্যাভিয়িলন ও বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকেও ক্রেস্ট প্রদান করবে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। জানা গেছে, গতবারের মতো এবার দেশীয় প্রতিষ্ঠান ওয়াল্টনের মেলায় বিক্রি বেড়েছে ১০ শতাংশ। পূর্বের ধারাবাহিকতায় এবারও বিক্রির শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।
×