ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত

প্রকাশিত: ০৩:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৫

নাইজিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন  স্থগিত

নাইজিরিয়ার নির্বাচন কমিশন নিরাপত্তা ও বোকো হারামের জঙ্গী তৎপরতার কারণ দেখিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ছয় সপ্তাহ পিছিয়ে দিয়েছে। খবর এএফপির। ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন (আইএসইসি)’র চেয়ারম্যান আত্তাহিরু জেগা জানান, বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধান নির্বাচন স্থগিত করার পরামর্শ দিয়েছেন। কারণ জঙ্গীদের বিরুদ্ধে অভিযানে বিপুলসংখ্যক সেনা মোতায়েন রয়েছে। ফলে এই মুহূর্তে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়সংখ্যক সৈন্য নেই। বোকো হারামকে মোকাবিলায় ৮৭০০ সদস্যের বাহিনী ॥ ’নাইজিরিয়ায় চরমপন্থী ইসলামী সংগঠন বোকো হারামকে মোকাবিলায় আঞ্চলিক প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার পাঁচটি দেশ শনিবার ৮ হাজার ৭০০ সৈন্য, পুলিশ ও বেসামরিক লোক মোতায়েন করবে। ‘বেনিন, ক্যামেরুন, নাইজার, নাইজিরিয়া ও শাদের প্রতিনিধিরা মোট ৮ হাজার ৭০০ সৈন্য, পুলিশ ও বেসামরিক লোক মোতায়েনের ঘোষণা দিয়েছেন।’
×