ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অবরোধ তুলে নিলেও সংলাপের গ্যারান্টি নেই ॥ এইচটি ইমাম

প্রকাশিত: ০৮:০১, ৮ ফেব্রুয়ারি ২০১৫

অবরোধ তুলে নিলেও সংলাপের গ্যারান্টি নেই ॥ এইচটি ইমাম

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট হরতাল-অবরোধ তুলে নিলেই যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপে বসবে তার কোন নিশ্চয়তা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শনিবার ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। খবর বিবিসি বাংলা অনলাইনের। বিবিসি বাংলাদেশ সংলাপের ১০৩তম পর্বে অংশ নিয়ে এইচটি ইমাম বলেন, বিএনপি আগে হরতাল-অবরোধ বন্ধ করুক, পরে যখন নির্বাচন হবে তখন নির্বাচন পদ্ধতি সম্পর্কে কথা হতে পারে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনে না এসে তারা সন্ত্রাস করছে। যারা দেশে সঙ্কটময় পরিস্থিতি সৃষ্টি করেছেন, তারা আগে হরতাল-অবরোধ বন্ধ করুন, জনগণকে মুক্তি দিন।’ কর্মসূচী বন্ধ হলে যে আলোচনা হবে তার গ্যারান্টি কী- এ প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, ‘তার গ্যারান্টি নেই। বন্ধ হলেই যে আলোচনা হবে তা নয়। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ জনগণের গণতান্ত্রিক আন্দোলনে কতিপয় দুষ্কৃতকারী এমন কাজ করছে। এর সঙ্গে বিএনপির কোন সম্পৃক্ততা নেই। যে মুহূর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ঘোষণা দেয়া হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে, তখনই হরতাল-অবরোধ পালন করা থেকে সরে আসবে জনগণ। ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হোসেন খালেদ বলেন, আমরাও নিরাপত্তাহীনতা বোধ করি। প্রতিদিন প্রায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, জনগণের জন্যই নাকি রাজনীতিবিদরা সব করেন। তাহলে সমস্যার সমাধান যদি সংলাপ হয়, তবে সংলাপে বসতে হবে আপনাদের।
×