ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জীববিজ্ঞান

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৮. স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ্য বয়স্ক মানুষের সিস্টোলিক রক্ত চাপ কত? ক) ৮০-৯০ মিলিমিটার খ) ৯০-১০২ মিলিমিটার গ) ১০০-১৩০ মিলিমিটার ঘ) ১০০-১২০ মিলিমিটার ১৯. আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? ক) ১২ খ) ১৬ গ) ২০ ঘ) ২৪ ২০. নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী। এ প্রাণী সম্পর্কে জানতে পারবে- ক) মৎস বিজ্ঞানে খ) কৃষিবিজ্ঞানে গ) জিন প্রযুক্তিতে ঘ) সমুদ্র বিজ্ঞানে ২১. মাশরুম কোনটির অন্তর্ভুক্ত হবে? ক) নমুনা-১ খ) নমুনা-২ গ) নমুনা-৩ ঘ) নমুনা-৪ ২২. কোনটি কোষের পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে? ক) সাইটোপ্লাজম খ) কোষপ্রাচীর গ) কোষজিলি ঘ) প্রোটোপ্লাজম ২৩. উদ্ভিদকোষের প্রাচীরটি- র. খাদ্য তৈরি করে রর. কোষকে দৃঢ়তা প্রদান করে ররর. কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৪. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ক) রেমিটেন্স খ) বৈদেশিক ঋণ গ) বৈদেশিক সাহায্য ঘ) আয়কর ২৫. অবস্থান ও কাজের ভিত্তিতে ফাইবারকে বলা হয়- র. বাস্ট ফাইবার রর. সার্ফেস ফাইবার ররর. কাষ্টতন্তু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২৬. চাল, আটা, সবুজপাতা, আলু ও শাক-সবজি ইত্যাদিতে প্রাপ্ত শর্করা কোনগুলো? ক) গ্লুুক্লোজ ও সুক্রোজ খ) সুক্রোজ ও ল্যাকটোজ গ) শ্বেতসার ও গ্লাাইকোজেন ঘ) মল্টেজে ও গ্যালাকটোজ ২৭. জীববিজ্ঞানের জনক কে? ক) লিনিয়াস খ) অ্যারিস্টটল গ) থিওফ্রাসটাস ঘ) ডাল্টন হুকার ২৮. উদ্ভিদ, প্রাণী ও মানবজীবন সম্পর্কে জ্ঞান লাভ করা যায় কোন বিজ্ঞানের মাধ্যমে? ক) প্রকৃতিবিজ্ঞান খ) উদ্ভিদবিজ্ঞান গ) প্রাণিবিজ্ঞান ঘ) জীববিজ্ঞান ২৯. টায়ালিন শ্বেতসারকে কোনটিতে পরিণত করে? ক) মলটোজ খ) গ্ল্যাকটোজ গ) গ্লুকোজ ঘ) ফ্রুক্টোজ ৩০. কিউটিনযুক্ত আস্তরণকে কী বলে? ক) স্টোম্যাটা খ) লেন্টিসেল গ) রক্ষীকোষ ঘ) কিউটিকল
×