ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশেষ টেলিফিল্ম ‘বৃত্তবন্দী’

প্রকাশিত: ০৬:১২, ৮ ফেব্রুয়ারি ২০১৫

বিশেষ টেলিফিল্ম ‘বৃত্তবন্দী’

স্টাফ রিপোর্টার ॥ আসছে ভালবাসা দিবসে প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘বৃত্তবন্দী’। টেলিফিল্মটি রচনা করেছেন শাহাদাত রাসেল। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল হাফিজ খান। সম্প্রতি এ টেলিফিল্মের শূটিং শেষ হয়েছে। আসছে ভালবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় টেলিফিল্মটি একটি বেসরকারী টেলিভিশনে প্রচার হবে। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, শতাব্দী ওয়াদুদ, সুজন হাবীব, শেলি আহসানসহ আরও অনেকে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে প্রিয়ন্তি ও শাহেদ সুখী দম্পতি। পাশাপাশি রুমেল এক ব্রোকেন পরিবারের আর্কিটেক্ট মায়ের একমাত্র ছেলে। আত্মকেন্দ্রিক ও বন্ধুহীন হতাশ যুবক সে। সময়ের চক্রে প্রিয়ন্তি আর শাহেদের জীবনে জড়িয়ে পড়ে রুমেল। রুমেলের একাকিত্বের অংশ হয়ে দাঁড়ায় প্রিয়ন্তি। দুজনের জীবনে ঘটতে থাকে নানা চমকপ্রদ ঘটনা। কিন্তু একই ঘটনাকে প্রিয়ন্তি আর রুমেল অন্য দৃষ্টিতে দেখে। চিন্তা আর স্বপ্নের মাঝে সময় একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সময়ের বৃত্তে ঘুরতে ঘুরতে পাল্টে যায় রুমেলের জীবন।
×