ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার নিপুণ লক্ষ্যভেদী জাহাজ বিধ্বসী রকেট উৎক্ষেপণ

প্রকাশিত: ০৩:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৫

উত্তর কোরিয়ার নিপুণ লক্ষ্যভেদী জাহাজ বিধ্বসী রকেট উৎক্ষেপণ

উত্তর কোরিয়া একটি নতুন ‘নিপুণ লক্ষ্যভেদী’ জাহাজ বিধ্বসী গোয়েন্দা রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। যা এর নৌবাহিনীতে মোতায়েন করা হবে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। পিয়ংইয়ং যে তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করছে এটি তার সর্বশেষ প্রমাণ। খবর এএফপির। পরীক্ষাটি উত্তর কোরিয়ার পূর্ব সাগরে মোতায়েন নৌবহরের মাধ্যমে চালানো হয়। উত্তর কোরীয় নেতা কিম জং উন এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা পরিদর্শন করেন। পিয়ংইয়ংয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। নিপুণ লক্ষ্যভেদী জাহাজ বিধ্বংসী রকেটটি একটি রকেট বোট থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটি সঠিকভাবে উড্ডয়ন, উৎক্ষেপণ ও নিরাপদে শত্রু জাহাজে আঘাত হানতে সক্ষম। রকেট উৎক্ষেপণের কথা জানানো হলেও কোথায় পরীক্ষাটি চালানো হয়েছে তার সঠিক স্থানের নাম জানানো হয়নি। নতুন রকেটটি উত্তর কোরিয়ার নৌবাহিনীতে মোতায়েন করা হবে। নতুন রকেটি ‘নির্ভুলভাবে’ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করে উত্তর কোরীয় নেতা আরও কৌশলী ও নিপুণ লক্ষ্যভেদী নিয়ন্ত্রিত গোয়েন্দা রকেট উৎপাদনের নির্দেশ দেন। পারমাণবিক শক্তিধর কমিউনিস্ট শাসিত দেশটিতে নতুন ব্যালাস্টিক মিসাইল ও রকেট সমৃদ্ধকরণ করছে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
×