ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্কটে নয় বেয়ার্ন

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০১৫

সঙ্কটে নয় বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম অর্ধেকটা দুর্দান্ত কেটেছে বেয়ার্ন মিউনিখের। এই সময়ে খেলা ১৭ ম্যাচের কোনটিতেই পরাজয় দেখেনি পেপ গার্ডিওলার দল। তার ১৪ ম্যাচে জয় আর বাকি ৩টিতে ড্র। কিন্তু মৌসুমের দ্বিতীয়ার্ধেই যেন জার্মান জায়ান্টদের ভিন্নরূপ। শীতকালীন ছুটি কাটিয়ে ফেরার পর প্রথম ম্যাচেই উল্ফসবার্গের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। শুধু তাই নয় নিজেদের সর্বশেষ ম্যাচে মঙ্গলবার শালকে জিরো ফোরের সঙ্গেও ১-১ ব্যবধানে ড্র করে। এরপর থেকেই সমালোচনার মুখে পড়ে বেয়ার্ন মিউনিখ। দাবি উঠে ফর্মহীনতায় ভুগছে বেয়ার্ন মিউনিখ। তবে বেয়ার্নের অভিজ্ঞ কোচ পেপ গার্ডিওলার দাবি বেয়ার্ন মিউনিখ মোটেও সঙ্কটে পড়েনি। এ বিষয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সঙ্কট? দলে মোটেও কোন সঙ্কট নেই। এটা এমন বিষয় যা ঘটতেই পারে। আপনি একটি কিংবা দুটি ম্যাচে সবসময়ই হারতে পারেন।’
×