ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোলিং কোচ ব্রেট লি

প্রকাশিত: ০৫:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০১৫

বোলিং কোচ ব্রেট লি

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্রই ক্রিকেট ক্যারিয়ার শেষ করে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও অবসর নিলেন। বিগব্যাশ খেলেই অবসর নিয়ে নিয়েছেন। বিগব্যাশ শেষ হতেই বোলিং কোচ হয়ে গেলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। আয়ারল্যান্ডের খ-কালীন বোলিং কোচের দায়িত্ব পেলেন লি। গত মাসেই বিদায় জানিয়েছেন সব ধরনের ক্রিকেটকে। তবে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না ব্রেট লিকে, এমন ভাবনা ভক্ত-সমর্থকদের কষ্টই দিতে পারে। তবে মাঠে না থাকলেও দ্রোনাচার্য্যরে ভূমিকায় দেখা যেতে পারে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসারকে। আয়ারল্যান্ডের খ-কালীন বোলিং কোচ হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করতে পারেন ব্রেট লি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে খ-কালীন চুক্তিতে রাজি হয়েছেন ব্রেট লি, আইরিশদের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে। আসন্ন বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে দলের সঙ্গে ব্রেট লি’কে অন্তর্ভুক্ত করতে পারায় দারুণ উচ্ছ্বসিত আয়ারল্যান্ডের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘ফাস্ট বোলিং সম্পর্কে ব্রেট লি’র অসাধারণ জ্ঞান রয়েছে। তার সার্বিক দিক-নির্দেশনা আমাদের বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং তাদের ভাল করতে সাহায্য করবে। দুই বারের বিশ্বকাপজয়ী ব্রেট লি’র দ্বারা দলের সব বোলারই উপকৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’ অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্টে ৩১০ উইকেট লাভ করেছেন ব্রেট লি। ২২১ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৩৮০। বিশ্বকাপে পুল ‘বি’তে খেলবে আয়ারল্যান্ড। যেখানে আইরিশদের মোকাবেলা করতে হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুইয়ে ও সংযুক্ত আরব আমিরাতকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি বিগব্যাশ শেষ হওয়ার আগেই। বিগব্যাশ জিততে পারেননি। তবে শেষ ওভারে হ্যাটট্রিকের আশা জাগিয়ে দলকে জেতানোর মতো অবস্থায় নিয়ে যান। ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারও বিগব্যাশ শেষ হতেই হয়ে যায়। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নিয়মিত প্রতিযোগিতামূলক টি২০ লীগ খেলছিলেন তিনি। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগব্যাশ ও ভারতের আইপিএলে। অবসর নেয়ার বিষয়ে ৩৮ বছর বয়সী এই পেসার বলেছেন, ‘আমি আবেগ তাড়িত আর একই সঙ্গে খুশিও। কারণ ঠিক সময়েই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমি।’
×