ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনামসজিদ বন্দরে কমে গেছে রাজস্ব

প্রকাশিত: ০৪:১৫, ৭ ফেব্রুয়ারি ২০১৫

সোনামসজিদ বন্দরে কমে গেছে  রাজস্ব

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ টানা হরতাল-অবরোধের ব্যাপক প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে। প্রতিদিন সরকার এ বন্দর থেকে রাজস্ব হারাচ্ছে কয়েক কোটি টাকা করে। সোনামসজিদ স্থলবন্দরে চলতি আর্থিক বছরের প্রথম সাত মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জানুয়ারি মাসে রাজস্ব আয় হয়েছে ১৪ কোটি ৬৭ লাখ টাকা। লক্ষ্যমাত্রা ছিল ২১ কোটি ১৬ লাখ টাকা। কিন্তু গত জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ২০ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে বন্দরে আমদানি কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল। গত ১৯ জানুয়ারি থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বন্দরের কার্যক্রম চালু হলেও যে সমস্ত পণ্য আমদানি হচ্ছে সেগুলোর অধিকাংশেরই রাজস্ব নেই বললেই চলে। গত ১৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রায় তিন হাজার ১শ’ পণ্যভর্তি ট্রাক সোনামসজিদ স্থলবন্দরের পানামা ইয়ার্ডের ভেতরে প্রবেশ করেছে বলে পানামার দায়িত্বরত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান। তারপরেও গত ১২ দিনে রাজস্ব আয় হয়েছে মাত্র ১৪ কোটি ৬৭ লাখ টাকা বলে সোনামসজিদে দায়িত্বরত সহকারী কাস্টমস্ কমিশনার নুরুল বাশির জানান। অপরদিকে গত ২০১৪-১৫ অর্থবছরে সোনামসজিদ বন্দরে রাজস্ব আয় হয়েছে ১শ’ ৬৬ কোটি ৫০ লাখ টাকা। একই সময়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ১শ’ ৭৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ কোটি টাকা কম।
×