ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে টানা চারদিন সূচক বাড়ল

প্রকাশিত: ০৬:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে টানা চারদিন সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চতুর্থ দিনের মতো দেশের পুুঁজিবাজারে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শেষ হয়েছে। চলমান রাজনৈতিক অবরোধ ও হিংসাত্মক কর্মসূচীর মাঝেও একশ্রেণীর কৌশলী বিনিয়োগকারী অংশগ্রহণের কারণে বাজারে লেনদেনও বাড়তে শুরু করেছে। গত দেড় মাস ধরে বেশিরভাগ কোম্পানির দর কমতে থাকলেও বিদেশী বিনিয়োগ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার আদেশ বাড়ার কারণেই বাজারে কিছুটা উর্ধগতি দেখা গেছে। এছাড়া বৃহস্পতিবারে প্রকৌশল খাতের নতুন একটি কোম্পানি তালিকাভুক্তির প্রভাবও বাজারে পড়েছে। সংশ্লিষ্ট খাতের বেশিরভাগেরই দর বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে দিনটিতে মোট ৫১ ভাগ কোম্পানির দর বাড়ার দিনে মোট সূচক বেড়েছে প্রায় ১৭ পয়েন্ট। সেখানে লেনদেন ১১ দিন পরে আড়াই শ’ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে শেষ বিকেলে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৩৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১১০ পয়েন্টে স্থির হয়। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম। সারাদিনে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৬১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২০৩ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, গ্রামীণফোন, সামিট এ্যালায়েন্স পোর্ট, এসিআই ফর্মুলেশন্স, লাফার্জ সুরমা, ন্যাশনাল পলিমার, সিএ্যান্ডএ টেক্সটাইল, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক ও শাহজিবাজার পাওয়ার। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইন্টারন্যাশনাল লিজিং ম্যান্ড ফাইন্যান্স লিমিটেড, ৫ম আইসিবি, বাটা স্যু, ১ম প্রাইম মিউচুয়াল ফান্ড, আইসিবিএএমসিএল ২য়, ন্যাশনাল পলিমার, গোল্ডেন হার্ভেস্ট, এসিআই ও এনসিসি মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মাইডাস ফাইন্যান্স, এআইবিএল১ম মিউচুয়াল ফান্ড, জেমিনি সী ফুড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, পিএফআই ১ম মিউচুয়াল ফান্ড, মডার্ন ডাইং, গ্লোবাল ইন্স্যুরেন্স, নদার্ন জুটস, আইসিবি ও ন্যাশনাল টি। ঢাকার মতো দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে আগের দিনের তুলনায় সূচক ও লেনদেন বেড়েছে। সকালে সূচকের নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পর দিনশেষে সিএসইর সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৩১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়ায়। স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। সেখানে লেনদেন হয় মোট ৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ১৫ কোটি ৫৫ লাখ টাকা। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, সিএ্যান্ডএ টেক্সটাইল, এসি আই, আমরা টেক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ন্যাশনাল ফিড মিলস লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন ও অলটেক্স।
×