ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল

মালয়েশিয়া ফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে

প্রকাশিত: ০৬:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৫

মালয়েশিয়া ফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনাল ও ফাইনাল। আর মাত্র দুই ম্যাচ। তারপরই যবনিকাপাত ঘটবে বহুল আলোচিত আন্তর্জাতিক ফুটবল আসর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এর। বৃহস্পতিবার হয়ে গেল সেমির প্রথম ম্যাচটি। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় সেমিতে মুখোমুখি হয় আসিয়ান অঞ্চলের দুই দেশ মালয়েশিয়া (ফিফা র‌্যাঙ্কিং ১৫৪) বনাম সিঙ্গাপুর (ফিফা র‌্যাঙ্কিং ১৫৭)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ‘দ্য লায়ন্স’ খ্যাত সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে ‘মালয় টাইগার’ খ্যাত মালয়েশিয়া। আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলবে তারা। প্রতিপক্ষ কে হবে, সেটার জন্য তাদের অপেক্ষা করতে হবে আজকের দ্বিতীয় সেমিতে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত। পুরো ম্যাচেই দু’দল আক্রমণাত্মক ফুটবল খেলে। স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক দর্শক প্রাণভরে উপভোগ করেন ম্যাচটি। দু’দলই গোল করার একাধিক সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলে প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য আক্রমণ শাণিয়ে ৫১ মিনিটে সফলকাম হয় মালয়েশিয়া। আগুয়ান সিঙ্গাপুর গোলরক্ষককে পরাস্ত করেন ফরোয়ার্ড কুমাহরান (১-০)। বাকি সময়টায় প্রাণান্ত চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি সিঙ্গাপুর। মালয়েশিয়া ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে তারা। প্রথম ম্যাচে ১-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশকে। তার পরের ম্যাচে ২-০ গোলে পরাভূত করে শ্রীলঙ্কাকে। পক্ষান্তরে সিঙ্গাপুর ‘বি’ গ্রুপে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে এবং কোন ম্যাচ না জিতেই অনেকটা ভাগ্যক্রমেই উন্নীত হয় শেষ চারে। গ্রুপ পর্বের সব ম্যাচ সিলেট ভেন্যুতে খেলেছে মালয়েশিয়া। এতে তারা একটু বাড়তি সুবিধা পেতে পারে প্রতিপক্ষ সিঙ্গাপুরের তুলনায়Ñ এমনটাই মনে করেছিলেন অনেকে। শেষ পর্যন্ত সেটারই প্রতিফলন দেখা গেল।
×