ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষতি দুই কোটি টাকা

অগ্নিকাণ্ডে পাট গুদাম, ২২ দোকান, মুরগির ফার্ম কলেজ ল্যাব পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:২২, ৬ ফেব্রুয়ারি ২০১৫

অগ্নিকাণ্ডে পাট গুদাম, ২২ দোকান, মুরগির ফার্ম কলেজ ল্যাব পুড়ে ছাই

জনকণ্ঠ ডেস্ক ॥ কলাপাড়ায় ১২ দোকান মালামালসহ পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে কলেজের ল্যাবসহ চার দোকান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাট গুদাম ও ৬ দোকান, নীলফামারীতে মুরগির ফার্ম পুড়ে ছাই হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কলাপাড়া ॥ পৌর শহরের সদর রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে এ দোকানিরা নিঃস্ব হয়ে গেছে। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি। চালের দোকানি আব্দুল মন্নান জানান, তিনি বুধবার সকালে শতাধিক বস্তা চাল দোকানে তুলেছিলেন। চালসহ প্রায় কুড়ি হাজার ডিম পুড়ে ছাই হয়ে গেছে। মেসার্স ফাতেমা ফার্মেসির মালিক মোশাররফ হোসেন জানান, প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে গেছে তার। দোকান বোঝাই ওষুধসহ তার নগদ প্রায় এক লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এভাবে ওষুধ, মোবাইল, স্টেশনারি, ফ্ল্যাক্সি লোডসহ ১২টি দোকান পুড়ে যাওয়ায় মালিকরা এখন পথে বসে গেছেন। গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চ-িপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে এক অগ্নিকা-ের ঘটনায় কারিগরি কলেজের কম্পিউটার ল্যাবসহ ৪টি দোকানঘর পুড়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষ ও ক্ষতিগ্রস্তরা জানায়। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে চণ্ডিপুর বাজারে একটি মুদির দোকান থেকে অগ্নিকা-ের সূত্রপাত। কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট, সার, বীজ ও কীটনাশকসহ প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার রায়গঞ্জ বাজারে খবির ম-লের পাট গুদামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নাগেশ্বরী দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও গুদামে রক্ষিত টাঙ্গাইলের পাট ব্যবসায়ী পরিতোষ পাল এবং রায়গঞ্জের মহসিন আলীর দেড় হাজার মণ পাট, আবু হোরায়রার ১২ লাখ টাকার সার, বীজ, কীটনাশক এবং জুলহাস মিয়ার হার্ডওয়্যারসহ ৬টি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। নীলফামারী ॥ বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে ফরিদ পোল্ট্রি ফার্মের সহস্রাধিক বয়লার মুরগি পুড়ে মারা গেছে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার আনধারুর মোড়ে অবস্থিত ওই পোল্ট্রি ফার্মে।
×