ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৬:৩৭, ৫ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুুঁজিবাজারে কিছুটা হলেও স্বস্তির বাতাস বইতে শুরুতে শুরু করেছে। গত কিছুদিন ধরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর দর অনেক কমে যাওয়ায় কৌশলী কিছু বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে টানা দুই দিন সূচক বাড়ল। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সাধারণ বিনিয়োগকারীদের সম্পৃক্ততাও কিছুটা বেড়েছে। যার কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে কিছুটা লেনদেন কিছুটা বেড়েছে। তবে প্রধান বাজারে লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই সূচকের বড় ধরনের পতন ঘটে। প্রায় আধা ঘণ্টার পর সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীদের একটি অংশ শেয়ারের ক্রয়াদেশ বাড়িয়েছেন। শেষ বিকেলে ডিএসইর সার্বিক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার দর। সেখানে লেনদেন হয়েছে ২০৩ কোটি ৭৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। বিগত কয়েক দিন ধরে অধিকাংশ শেয়ারের দর কমেছে। ফলে স্বাভাবিকভাবে অনেকে কম দরে শেয়ার কেনার সুযোগ নিচ্ছে। এ প্রেক্ষাপটে বিক্রেতারা কিছুটা বেশি দর দাবি করেন। ফলে ক্রেতাদের কিছুটা বেশি দরে শেয়ার কিনতে হয়েছে। এরই ধারাবাহিকতায় সূচক ও লেনদেন বেড়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৯৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪৫.৯৩ শতাংশ। এই দিন ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে তিতাস গ্যাসের। দিনভর এ কোম্পানির ১৫ লাখ ৪ হাজার ৪৭৭টি শেয়ার ১১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৫.৬৬ শতাংশ। এ ছাড়া গ্রামীণফোনের ৭ কোটি ২৬ লাখ, আমরা টেকনোলজিসের ৭ কোটি ১১ লাখ, লাফার্জ সুরমা সিমেন্টের ৬ কোটি ৩ লাখ, আইসিবির ৫ কোটি ৮১ লাখ, সিএন্ডএ টেক্সটাইলের ৫ কোটি ২৫ লাখ, শাহজিবাজার পাওয়ারের ৫ কোটি ২০ লাখ, অগ্নি সিস্টেমসের ৫ কোটি ২০ লাখ, এসিআই ফরমুলেশনের ৫ কোটি ১ লাখ এবং স্কয়ার ফার্মার ৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লিব্রা ইনফিউশন, এসিআই ফর্মূলেশন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, গ্রামীণ ১, নদার্ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, দেশ গামের্ন্টস, পিপলস ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল ও ১ম মিউচুয়াল ফান্ড।
×