ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্কিন দুর্বৃত্তদের সঙ্গে আলোচনা নয় ॥ উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৬:০০, ৫ ফেব্রুয়ারি ২০১৫

মার্কিন দুর্বৃত্তদের সঙ্গে আলোচনা নয় ॥ উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে যুক্তরাষ্ট্র পিয়ংইয়ংয়ের শাসন ব্যবস্থার পতন ঘটানোর ষড়যন্ত্র করছে এবং হুমকি দিয়ে বলেছে তারা তাদের সকল সামরিক শক্তি ব্যবহার করে প্রত্যাঘাত করবে। পিয়ংইয়ং বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালানোর আর কোন প্রয়োজন দেখছেন না তারা। খবর ওয়েবসাইটের। মার্কিন ও দক্ষিণ কোরীয় বাহিনীর বার্ষিক যৌথ সামরিক মহড়ার প্রাক্কালে পিয়ংইয়ং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা করে নিয়মিতভাবেই। সাধারণত মার্চে অনুষ্ঠিত হয় এ যৌথ সামরিক মহড়া। পিয়ংইয়ং এ বছর প্রস্তাব রেখেছিল। ওয়াশিংটন এ মহড়া বাতিল ঘোষণা করলে তারা পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখবে। উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন তারপরও বুধবার বলেছে, যুক্তরাষ্ট্র একটি আগ্রাসন যুদ্ধ উস্কে দেয়ার জন্য ক্রমশ অগ্রসর হচ্ছে এবং ওবামা প্রশাসন দেশটির পতন ঘটানোর জন্য কাজ করে যাচ্ছে। পিয়ংইয়ংয়ের শীর্ষ নেতৃত্ব সংস্থা জাতীয় প্রতিরক্ষা কমিশনের নেতৃত্বে রয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। কমিশন বলেছে, দুর্বৃত্ত মার্কিন সাম্রাজ্যবাদীরা যেহেতু উত্তর কোরিয়ার পতন ঘটানোর জন্য চিৎকার করে যাচ্ছে সেহেতু দেশের সেনাবাহিনী ও জনগণ যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনকে আনুষ্ঠানিতভাবে না জানিয়ে পারছে না যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসার আর প্রয়োজন বা ইচ্ছা পিয়ংইয়ংয়ের নেই। কমিশন বলছে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ব্যবহার করে পিয়ংইয়ং মার্কিন ইতিহাসের শেষ পৃষ্ঠা লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিবৃতি উল্লেখ করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায় লক্ষভেদী ও বহুমুখী পারমাণবিক যুদ্ধাস্ত্র এবং ভূমি, নৌ, সমুদ্রতল, আকাশ ও ফাইবার পদ্ধতি ব্যবহার করা হবে।
×