ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিজভী পাঁচ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫০, ৫ ফেব্রুয়ারি ২০১৫

রিজভী পাঁচ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমায় ৩১ জন দগ্ধ হওয়ার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর এসআই জাহিদুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ৩০ জানুয়ারি রাত ৩টায় গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব। এরপর বাড্ডা থানার ১ ফেব্রুয়ারি তারিখের ৩১(১)১৫ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার মামলায় তার রিমান্ড আবেদন করা হয়। এর আগে এই মামলাটিসহ ৩ মামলায় পেশাজীবী নেতা সেলিম ভূইয়ার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জাবিতে বিক্ষোভ মিছিল জাবি সংবাদদাতা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুুবায়ের আহমেদ হত্যাকা-ের রায় পেছানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে অমর একুশের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
×